শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।
ভারতের মাটিতে ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে পেট্রোলের দাম! ডিজেলের দামও কোথায় ১০০ পেরিয়ে গিয়েছে তো কোথাও ছুঁইছুঁই। রাস্তায় গাড়ি নিয়ে বের হওয়াটা এখন রীতিমত চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় ক্রমশ বাড়ছে ইলেকট্রিক টু-হুইলার কিংবা গাড়ির চাহিদা। বিপুল এই চাহিদার কথা মাথায় রেখে একাধিক বড় গাড়ি-বাইক প্রস্তুতকারী সংস্থা ভারতের বাজারে লঞ্চ করছে!
দেশের তো আছেই, ভারতের বিশাল ইভি সেক্টরকে ধরতে বিদেশের বহু সংস্থাও ভারতের বাজারে আসছে।
একাধিক স্টার্ট আপ সংস্থার সঙ্গে জোট বেঁধে ভারতে বাজারে গাড়ি কিংবা বাইক লঞ্চ করছে। যেগুলির দাম তুলনামুলক অনেকটাই কম (Cheapest Electric Cars) থাকছে। ফলে সাধারণ মানুষ একেবারে বাজেট ফ্রেন্ডলি ইলেকট্রিক বাইক কিংবা গাড়ি কেনার সুযোগ পাচ্ছেন। আপনিও সাশ্রয়ী ইলেকট্রিক গাড়ি কেনার কথা ভাবছেন? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য।
MG Comet
রেঞ্জ: 230 কিলোমিটার
দাম: 4.99 লাখ টাকা (বিনা ব্যাটারি)
ভারতের বাজারে নিজেদের জায়গা শক্ত করেছে MG Motor। আর এই সংস্থার জনপ্রিয় একটি মডেল MG Comet EV। একেবারে বাজেট ফ্রেন্ডলি ইলেকট্রিক ভেইক্যাল (Cheapest Electric Cars)। সম্প্রতি MG মোটর ইন্ডিয়া ব্যাটারি সাবস্ক্রিপশন প্রোগ্রাম শুরু করেছে। যার মাধ্যমে MG Comet EV মাত্র 4.99 লাখ টাকায় কেনার সুযোগ আছে। শুধু তাই নয়, প্রতি কিলোমিটারে ব্যাটারি রিটেলে নেওয়ার সুযোগ আছে। অর্থাৎ যত কিলোমিটার গাড়ি চালাবেন, ঠিক ততটাই চার্জ দিতে হবে।
গ্রাহকদের আকর্ষণ করতে আকর্ষিণীয় এই প্ল্যান আনা হয়েছে। যাদের বাজেট কম তারা অনেকটাই সস্তায় এই গাড়ি (Cheapest Electric Cars) কেনার সুযোগ পাবেন। সবথেকে বড় ব্যাপার যারা প্রতিদিন গাড়িতে ৫০ থেকে ১০০ কিলোমিটারের মধ্যে চলাফেরা করেন তাদের জন্য MG Comet একেবারেই সেরা।
Cheapest Electric Cars: এক নজরে ফিচার –
Comet EV এর 17.3kWh এর লিথিয়াম আয়ন ব্যাটারি দেওয়া হয়েছে। যা সিঙ্গল চার্জে 230km পর্যন্ত রেঞ্জ অফার করে। এই গাড়ি ফুল চার্জ হতে সময় নেয়= প্রায় ৭ ঘন্টা। যা খুবই চ্যালেঞ্জের। অন্যদিকে Comet EV এ 10.25 ইঞ্চির টাচস্ক্রিন দেওয়া হয়েছে। এছাড়াও সমস্ত আধুনিক এবং অ্যাডভান্সড ফিচার এতে যোগ করা আছে। স্পেস নিয়ে কোনও সমস্যা নেই। পাঁচজন আরাম করে বসতে পারে (Cheapest Electric Cars)।