সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
প্রতিশ্রুতি রাখলেন মমতা। কলকাতার নতুন পুলিশ কমিশনার পদে দায়িত্ব নিচ্ছেন মনোজ ভার্মা।
গতকাল গভীর রাতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে মমতা জানিয়ে দিয়েছিলেন আজ বিকেল চারটের আগেই জানিয়ে দেওয়া হবে কলকাতার পুলিশ কমিশনার পর থেকে বিনীত গোয়েলকে সরিয়ে কাকে দায়িত্ব দেওয়া হবে।
সেই মতো যারই হলো আইপিএস এর বদলির নির্দেশিকা।
রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা পদে দায়িত্ব নিলেন জাভেদ শামীম Jawed Shamim। বিনীত কোয়েল দায়িত্ব পেলেন রাজ্য পুলিশের ADG STF হিসেবে। এছাড়াও বদলি হলেন ডি সি নর্থ অভিষেক গুপ্তা।