শোভন গায়েন। কলকাতা সারাদিন।
“জনসংখ্যায় পশ্চিমবঙ্গে আমরা ৩৩ শতাংশ রয়েছি। গোটা দেশে ১৭ শতাংশ ।তাই আমাদের সংখ্যালঘু বলা হয়। কিন্তু আগামী দিনে আমরা আর সংখ্যালঘু থাকবো না। আমরা সংখ্যাগুরু হব।” প্রতিবেশী দেশ বাংলাদেশে যখন সেখানকার সংখ্যালঘু হিন্দুদের উপরে বাংলাদেশের সংখ্যাগুরু মুসলিম সম্প্রদায়ের একাংশের অত্যাচারের প্রতিবাদের এপার বাংলা উত্তাল হয়ে উঠেছে সেই সময় দাঁড়িয়ে কলকাতার বুকে এমন বিতর্কিত মন্তব্য করে দলের অস্বস্তি বাড়ালেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।
সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শনিবার তিনি বলেন, “খালি মোমবাতি নিয়ে জাস্টিস চাই বলে মিছিল করলে হবে না। এমন জায়গায় নিজেকে পৌঁছোতে হবে জাস্টিস চাইবো না, নিজে জাস্টিস দেবো। কলকাতা হাইকোর্টে দুই থেকে তিনজন বিচারপতি রয়েছে যারা মুসলিম। কিন্তু এটা হওয়া উচিত নয়। আমাদেরকে ওই জায়গায় পৌঁছাতে দেওয়া হয়নি। আগামী দিন কলকাতা হাইকোর্টে আমরা মুসলিমরাই সবথেকে বেশি বিচারপতি হিসেবে থাকব এবং বিচার করব। আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকে তাহলে মেজরিটি হবার থেকে কেউ আমাদের রুখতে পারবে না।”
আলিপুর ধনধান্য স্টেডিয়ামে এডুকেশনাল কনফারেন্স ফিরহাদ ৩০ অনুষ্ঠানে এসে কলকাতা পুরসভার মেয়র বলেন, “আল্লাহ যদি চায় তাহলে ভারতবর্ষে আমরা একদিন মেজরিটি হব।”
পরে অনুষ্ঠানের শেষে আরজি কর কান্ড ও সিবিআই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেয়র বলেন, “আমাদের মেয়ের সঙ্গে যে অন্যায় হয়েছে তার যদি বিচার সঠিকভাবে পেতে হয় রাজনীতি না করে তাহলে যে সিট গঠন হয়েছিল। তাকে তদন্তভার ফিরিয়ে দেওয়ার জোরালো দাবি তোলা উচিত। আমি যারা অপরাধী তাদের সঙ্গে ব্যক্তিগত কোন সত্যতা থেকে ফাঁসি চাই বলছি না।”
এই ভিডিও পোস্ট করে বিজেপি নেতা অমিত মালব্য লিখেছেন, ফিরহাদ হাকিম দাবি করেছেন যে, “পশ্চিমবঙ্গ ও দেশের বাকি অংশে দ্রুত মুসলিম সম্প্রদায় সংখ্যাগুরুতে পরিণত হবে।”
এদিকে অমিত মালব্যর পোস্ট করা ভিডিওয়, ফিরহাদ হাকিমের এই মন্তব্যের প্রেক্ষিতেই আবার বিজেপি সাংসদ বিষ্ণুপদ রায়ের মুখে আবার শোনা গেছে হিন্দুরাষ্ট্রের কথা! বিজেপি সাংসদ বিষ্ণুপদ রায় বলেন, “ফিরহাদ হাকিম সত্যিই কি ভারতীয়? উনি কি সংবিধানকে মানেন? উনি কি ভারতবর্ষের লোক? এই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য ইসলামিক দেশ বানানো! ধিক্কার তৃণমূল পার্টিকে আর ফিরহাদ হাকিমকে! তোমার স্বপ্ন জীবনে পূরণ হবে না। ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে, হবেই।”