দীর্ঘদিন ধরে বিদ্যুৎ চুরির ঘটনা ঘটে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। প্রায় ২০০ বেশি অভিযোগ হয়েছে বিদ্যুৎ চুরির। জা নিয়ে প্রায় কয়েক কোটি টাকা জরিমানা করেছে বিদ্যুৎ দপ্তর। মেদিনীপুর জেলার গ্রামীণ অঞ্চলের পাশাপাশি শহরাঞ্চলেও বিদ্যুৎ চুরির অভিযোগ আসছে।
বিদ্যুৎ বিভাগের আর এম বলেন ঘাটাল, মেদিনীপুর খড়গপুর, বেলদা চার বিভাগেই বিদ্যুৎ চুরির ঘটনা ঘটছে। গ্রামের দিকে বাড়িতে বাড়িতে হুকিং লাগানো হচ্ছে ইলেকট্রিক পোলে। কোথাও আর মিটারেও তার দিয়ে বাইপাস করা হচ্ছে।
খুবই দীর্ঘদিন ধরে এই ধরনের ঘটনা ঘটায় বিদ্যুৎ বিভাগের ইঞ্জিনিয়াররা এলাকায় গিয়ে পরিদর্শনের পর অনেককেই হাতেনাতে পাকড়াও করছে। পরবর্তীতে তাদের নামে এফ আই আর করে টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানা করার পরেও কমছে না বিদ্যুৎ চুরির প্রবণতা।
সংস্থার এক আধিকারিক বলেন, জেলার কেশপুর, পিংলা, ডেবরা, মাদপুর সহ বেশকিছু এলাকায় ব্যাপক হারে হুকিং হচ্ছে। অনেক এলাকায় বাঁশের খুঁটি পুঁতে তার নিয়ে যাওয়া হয়েছে।
সেখান থেকে বাড়ি বাড়ি বিদ্যুৎ সংযোগ করা হয়েছে। যার সবটাই হুকিং। ফলে সংস্থার লোকসান বাড়ছে। আবার এর ফলে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। হুকিং করতে গিয়ে দুর্ঘটনার শিকারও হচ্ছে বাসিন্দারা।