সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
রাজ্যে মোট ৫৮টি স্টেডিয়াম সরকার করেছে বলে দাবি করলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বুধবার বিধানসভা অধিবেশনে তিনি এই কথা বলে মন্তব্য করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হয়েছে এই কাজ। রাজ্যে বেড়েছে খেলার পরিকাঠামো এমনটাই দাবি করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এই প্রসঙ্গে তিনি বলেন, এরমধ্যেই, গত পাঁচ বছরে ১৩ টি নয়া স্টেডিয়াম হয়েছে গোটা রাজ্যে। পুরুলিয়াতে ৬ টি, উত্তর ২৪ পরগণায় একটা, নদিয়ায় ২ টি, পশ্চিম মেদিনীপুরে একটা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে দু’টি, দক্ষিণ ২৪ পরগণায় একটা নতুন স্টেডিয়াম হয়েছে।
২০১১ সাল থেকে ১৮ নয়া স্টেডিয়াম হয়েছে। ২৭ স্টেডিয়াম পুনঃব্যবহার যোগ্য হয়েছে। সব মিলিয়ে ৫৮ নয়া স্টেডিয়াম থাকছে এই রাজ্যে।
অন্যদিকে রাজ্যের পক্ষ থেকে খেলায় উৎসাহ দেওয়া হলেও কেন্দ্র কোনও ধরনের উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, “সাই-র সঙ্গে চুক্তি করে জলপাইগুড়িতে প্রায় ২৭ একর জায়গা নিয়ে স্টেডিয়াম হয়েছে। সেখানে খেলা হবে বলা হয়েছিল। সেখানে গরু চরছে। কেন্দ্র কিছু করেনি।” এমনটাই অভিযোগ করেন তিনি। ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রীকে গরু চরার ছবি সহ তথ্য পাঠিয়েছেন বলে জানান অরূপ।
অন্যদিকে, মিথ্যা-বিভ্রান্তিমূলক তথ্য দেওয়ার জন্য বিজেপি বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান ক্রীড়া মন্ত্রী অরুপ বিশ্বাস। তিনি জানান, অশোক দিন্ডা জানিয়েছিলেন, বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন করতে কেন্দ্র টাকা দেয় ৫০ কোটি। দিন্ডার এই দাবি অসত্য বলে উল্লেখ করেন অরূপ বিশ্বাস। অশোক দিন্ডা কোনও তথ্য প্রমাণ দিতে পারেননি। তাই বিধানসভাকে বিভ্রান্ত করার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান তিনি। এর পাশাপাশি কেন্দ্র না পারলে রাজ্যকে জলপাইগুড়ির বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন ফেরত দেওয়া হোক বলেও আবেদন জানান রাজ্যের ক্রীড়া মন্ত্রী।
এ ছাড়াও নানাবিধ খেলার জন্য ৪২৪টি মাঠ তৈরি করা হয়েছে ক্রীড়া দফতরের তরফে। মন্ত্রীর আক্রমণের জবাবে বিজেপি বিধায়ক অশোক ডিন্ডা বলেছেন , ”মন্ত্রী দাবি করেছেন যে কেন্দ্রীয় সরকার নাকি স্টেডিয়াম নির্মাণে কোনও টাকা দেয়নি। কিন্তু আমি কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে কথা বলেছিলাম এই বিষয়ে। তিনি বলেছিলেন, এই প্রকল্পের জন্য ২০০ কোটি টাকার প্রস্তাব নিয়ে রাজ্য কোনও জবাব দেয়নি। সঠিক সময়ে সব তথ্য প্রকাশ্যে আনব।”