শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।
শুধু নেশা নয়, এখন পেশার সঙ্গে জড়িয়ে গিয়েছে টু-হুইলার। বহু মানুষ এই বাইক কিংবা স্কুটারের মাধ্যমেই জীবিকা চালান। ফলে ভারতের বাজারে সবসময় সস্তার বাইকের চাহিদা বেশি। শুধু তাই নয়, এক্ষেত্রে মাইলেজও খুবই গুরুত্বপূর্ণ। আর এই চাহিদার কথা মাথায় রেখে বহু সংস্থাই এই সেগমেন্টে একাধিক বাইক লঞ্চ করেছে।
যেগুলির দামও কম আবার বাড়তি মাইলেজও পাওয়া যায়। এমনকি এই বাইকগুলির রক্ষণাবেক্ষণ খরচও (Cheapest Bikes in India 2024) অনেক কম। এই সেগমেন্টে এমনই তিনটি বাইকের খোঁজ রইল এই প্রতিবেদনে-
ছবি সৌজন্য- www.honda2wheelersindia.come
Cheapest Bikes in India 2024: Honda Shine 100
দাম: 65,000 টাকা
একেবারে কম বাজেটের সেরা বাইক Honda Shine 100। দীর্ঘ সময় ধরে এই বাইক (Cheapest Bikes in India 2024) বিক্রির নিরিখে রয়েছে ১ থেকে ১০ এর তালিকায়। একেবারে সাধারণ ডিজাইনের এই বাইক গ্রাহকদের সবসময় পছন্দের। প্রত্যেকদিনের ব্যবহারের জন্য সেরা এই বাইক। এতে 98.98 cc এর ইঞ্জিন দেওয়া হয়েছে।
যা 5.43 kW পাওয়ার এবং 8.05 Nm পরজন্ট টর্ক জেনারেট করতে পারে। এই ইঞ্জিন 4 স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত রয়েছে। লিটারে 65 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয় এই বাইক। Honda Shine 100 এর দাম পড়বে 65,000 টাকা।
Cheapest Bikes in India 2024: TVS Sport
দাম: 61,306 টাকা
একেবারে স্পোর্টি লুক এবং দারুণ মাইলেজ অপশনে সেরা TVS মোটরের Sport বাইক। এই বাইকের দাম শুরু হচ্ছে 61,306 টাকা থেকে। বাইকে 110cc এর শক্তিশালী ইঞ্জিন দেওয়া হয়েছে। যা কিনা 8.29PS পাওয়ার এবং 8.7Nm পর্যন্ত টর্ক জেনারেট করতে পারে। এতে 4 স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত রয়েছে। TVS Sport -এ ET-Fi টেকনোলজি তেল খরচ কমাতে সাহায্য করে। ফলে বাড়তি মাইলেজ পাওয়া যায় এতে। সংস্থার দাবি, লিটারে এই বাইক 68-70 km মাইলেজ অফার করে।
১০ লিটারের বড় একটা ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে।
Cheapest Bikes in India 2024: Bajaj Platina 100
Bajaj এর অন্যতম জনপ্রিয় বাইক Platina 100। সময়ের সঙ্গে নতুন ভেরিয়েন্ট বাজারে এসেছে। কিন্তু বিক্রি কমে নি। যে কোনও রাস্তার জন্য সেরা এই বাইক। দাম শুরু হচ্ছে ৬৮ হাজার ৬৮৫ টাকা থেকে।
বলে রাখা প্রয়োজন, কলকাতাউ এই তিন বাইকের দাম আলাদা হবে। কর সহ বেশ কিছু ক্ষেত্রে এই দাম বদল হয়।