সুমনা মিশ্র। কলকাতা সারাদিন।
মহালয়ার সকালে আরজি কর হাসপাতাল চত্বরে উন্মোচিত হল নির্যাতিতা চিকিৎসকের স্মরণে গড়ে তোলা প্রতীকী মূর্তি। মূর্তিটি গতকালই স্থাপন করা হয়েছিল হাসপাতাল চত্বরে।
মহালয়ার সকালে সেটিকে আনুষ্ঠানিক ভাবে উন্মোচিত করা হয়। সেই সময় একটি পথ নাটিকার উপস্থাপন করা হয়। উল্লেখ্য, এর আগে স্বাস্থ্য ভবনের সামনে ধরনা চলাকালীনই চিকিৎসকরা ঘোষণা করেছিলেন যে আরজি কর হাসপাতালে নির্যাতিতার স্মরণে একটি প্রতীকী মূর্তি বসানো হবে। সেই মতো বুধবার সকাল ১১টা নাগাদ মূর্তি উন্মোচিত হয়।
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরের প্ল্যাটিনাম জুবিলি হলের সামনের ফাঁকা জায়গায় ওই প্রতীকী মূর্তি বসানো হয়েছে। মূর্তিটি ফাইবারের তৈরি বলে জানানো হয়েছে। এদিকে নির্যাতিতা চিকিৎসকের সঙ্গে এই মূর্তির চেহারার কোনও সাদৃশ্য রাখা হয়নি। মূর্তিটিতে যন্ত্রণার অভিব্যক্তি ফুটিয়ে তোলা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ভাস্কর অসিত সাঁই বিনা পারিশ্রমিকে ফাইবার গ্লাসের এই মূর্তিটি তৈরি করেছেন।
নির্যাতিতার যে ভাস্কর্য তৈরী করা হয়েছে তার নাম দেওয়া হয়েছে ‘সময়ের কান্না’। শিল্পীর কল্পনায় সেই মূর্তিই যেন প্রতিবাদে দৃপ্ত। মূর্তিটি হল, আকাশের দিকে তাকিয়ে একটি মেয়ে চিৎকার করছে। প্রসঙ্গত, নির্যাতিতার মুখের আদলে এই মূর্তি তৈরি হয়নি। তাঁকে ভাবনায় রেখেই তৈরি করা হয়েছে এই মূর্তি। গতকাল রাতেই এই মূর্তি স্থাপন করা হয়েছে আরজি কর হাসপাতালে। আজ এই মূর্তির উন্মোচন হল। দেবীপক্ষে যেমন মা আসেন, ঠিক তেমনই প্রতিবাদের ভাষা থেকে আজ উন্মোচন করা হল এই মূর্তির। আজ এই মূর্তি উন্মোচনের পরে জুনিয়র ডাক্তারেরা গোলাপ ফুল নিয়ে আসেন নির্যাতিতার প্রতি সম্মান প্রদর্শন করতে।
এই মূর্তি নিয়ে অবশ্য বিরোধীতা করেছেন কুণাল ঘোষ। তিনি লিখেছেন, ‘তিলোত্তমার নামে এই মূর্তিটি বসানো সুপ্রিম কোর্টের বক্তব্যের স্পিরিটের পরিপন্থী। কোনো দায়িত্বশীল ব্যক্তি এটা করতে পারেন না। শিল্পের নামেও না। প্রতিবাদ, ন্যায়বিচারের দাবি থাকবেই। কিন্তু মেয়েটির যন্ত্রণার মুখ দিয়ে মূর্তি ঠিক নয়। নিগৃহীতার ছবি, মূর্তি, নামে দেশে গাইডলাইন আছে।
তিলোত্তমার নামে এই মূর্তিটি বসানো সুপ্রিম কোর্টের বক্তব্যের স্পিরিটের পরিপন্থী। কোনো দায়িত্বশীল ব্যক্তি এটা করতে পারেন না। শিল্পের নামেও না। প্রতিবাদ, ন্যায়বিচারের দাবি থাকবেই। কিন্তু মেয়েটির যন্ত্রণার মুখ দিয়ে মূর্তি ঠিক নয়। নিগৃহীতার ছবি, মূর্তি, নামে দেশে গাইডলাইন আছে।