রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।
ত্রিধা বেশ সাহসী একজন অভিনেত্রী। খোলামেলা দৃশ্যে বারবারই দেখা গিয়েছে তাঁকে। ‘বন্দিশ ব্যান্ডিটস’ নামের এক ওয়েব সিরিজ়ে ত্রিধার সাহসী দৃশ্য আকর্ষণ কেড়েছিল।
তারপর ববি দেওলের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন ‘আশ্রম’ ছবিতে।
বাংলায় সৃজিতের ‘মিশর রহস্য’ ছবিতে কাজ করার পাশাপাশি ‘খাদ’, ‘শেষ থেকে শুরু’, ‘কাগজের নৌকো’, ‘যদি লাভ দিলে না প্রাণ’-এর মতো ছবিতেও কাজ করেছেন ত্রিধা। কাজ করেছেন বেশ কিছু দক্ষিণী ছবিতেও।
সুইমস্যুট ক্যারি করা বেশ কঠিন। এর জন্য ফিটনেস, আত্মবিশ্বাস, স্কিন কেয়ার ইত্যাদি সব দিকেই নজর দিতে হয়। আর সেই প্রতিটি ক্ষেত্রেই বাজিমাত করেছেন অভিনেত্রী ত্রিধা চৌধুরি।
ব্রাইট ও বোল্ড। অরেঞ্জ মোনোকিনিতে পোজ ত্রিধার। সঙ্গে আছে স্টেটমেন্ট সানগ্লাস ও হাই-নি বুটস। সব মিলিয়ে একটা ক্লাসি ব্যাপার রয়েছে এই ছবিটায়।
স্ট্যাপলেস ল্যাভেন্ডার বডিকন। সঙ্গে মাননসই সানগ্লাস। আর মাথার ম্যাচিং টাওয়েলটার জন্য একটা বেশ রেট্রো ফিল আছে ছবিটায়। আর সেই সঙ্গে তাঁর দুর্দান্ত কলার বোনটাও মিস করবেন না!
এই ছবিটিতে একটা বেশ ‘বেওয়াচ’ ভাইব রয়েছে। আর ত্রিধার ফ্লোরাল প্রিন্টের মনোকিনিটি নিয়ে কোনও কথা হবে না!
‘হোয়েন ইন ডাউট, গো ব্ল্যাক’। কালো রঙের বিকিনি সর্বদাই ক্লাসিক। আর সেই কালো বিকিনিকেও যেন কয়েক ধাপ এগিয়ে নিয়ে গেছেন ত্রিধা। ইনফিনিটি পুলের ধারে তাঁর এই ছবি এক কথায় পিকচার পারফেক্ট। সেই সঙ্গে লম্বা কালো চুলও নোটিস করতে ভুলবেন না!
সি বিচে কয়েকদিন ঘুরলে হালকা ট্যান পড়তে বাধ্য। আর সেই হালকা ট্যানই যেন আরও মোহময়ী করে তুলেছে ত্রিধাকে। আর সেই হালকা ট্যানের সঙ্গে পারফেক্ট কম্বিনেশন উজ্জ্বল হলুদ রঙ। সূর্যের রোদের ছটা যেন একাই বাড়িয়ে দিয়েছেন ত্রিধা।
একেবারে রিল্যাক্স মোডে। তবে তাতেও ত্রিধার গ্ল্যামার বিন্দুমাত্র কম নয়। সেলফিতেও কেউ এত গ্ল্যামারাস হতে পারেন? ওভারসাইজড সানগ্লাস ও হেয়ার কালার নোট করতে ভুলবেন না।
বাঙালি অভিনেত্রী ত্রিধা চৌধুরীর একের পরে এক ছবি সোশ্যালের উষ্ণতা বাড়াচ্ছে। এবার হলুদ বিকিনিতে স্যুইমিংপুলে ধরা দিলেন তিনি।