কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন।
দিঘাতে রয়েছেন? বা দিঘা যাওয়ার প্ল্যান রয়েছে?
তাহলে দুঃখের খবর রয়েছে আপনার জন্য। জেলা প্রশাসনের পক্ষ থেকে সৈকত শহরে পর্যটকদের জন্য বিশেষ বার্তা দেওয়া হয়েছে। আগামিকাল অর্থাৎ বুধবারের (২২শে অক্টোবর) মধ্যে খালি করতে হবে পর্যটন কেন্দ্রগুলি। নির্দেশ প্রশাসনের।
বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে দানা। সাগরে ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ। মঙ্গলবার সকালের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে নিম্নচাপ হিসেবে রয়েছে দানা। সাগর দ্বীপ থেকে বর্তমানে সেই নিম্নচাপের দূরত্ব মাত্র ৭৭০ কিলোমিটার।
বুধবারই জন্ম নেবে দানা। বৃহস্পতিবার রাতেই হানা দেওয়ার সম্ভাবনা। যার জেরে উপকূলের বিভিন্ন জেলাগুলিতে জারি হয়েছে সতর্কতা। পুরীতে ইতিমধ্যেই পর্যটকদের বলা হয়েছে যে যার রাজ্যে তারা যেন ফিরে যান।
এবার দিঘাতেও সেই একই নির্দেশিকা জারি হল। দুপুর ১২টার পর থেকে পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটক খালি করার নির্দেশ। নতুন করে কোনও পর্যটক হোটেলে প্রবেশ করানো যাবে না। হোটেল খোলা রাখতে হবে জরুরি পরিষেবা দেওয়ার ক্ষেত্রে।
দিঘা সহ পর্যটন কেন্দ্রে পর্যটকদের প্রবেশে রাস টানবে প্রশাসন। সব বুকিং বাতিল করে উপকূল খালি নির্দেশিকা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রশাসন ও হোটেল মালিকদের নিয়ে একপ্রস্থ বৈঠকও হয়েছে।