শোভন গায়েন। কলকাতা সারাদিন।
“আমরা ধান্ধাবাজিতে নেই, আরজি করের ঘটনার আমরা বিচার চাই। অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা চাই”, অরূপের নেতৃত্বে রবিবার সর্বস্তরের মানুষকে নিয়ে বিশাল মিছিল হলো হাওড়ায়। সিবিআই যাতে দ্রুততার সঙ্গে তিলোত্তমা হত্যাকাণ্ডের তদন্ত নিষ্পত্তি করে এবং প্রকৃত অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয় এই দাবিকে সামনে রেখেই রবিবার সকালে হাওড়ায় রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে ওই মিছিলের আয়োজন করা হয়।
ওই মিছিলে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দালাল পুকুর জানবাড়ির সামনে থেকে শুরু হয়ে হাওড়া ময়দান পর্যন্ত ওই মিছিল হয়। দালাল পুকুর, নেতাজি সুভাষ রোড, মল্লিক ফটক হয়ে হাওড়া ময়দান মেট্রো চ্যানেল পর্যন্ত যায় ওই মিছিল। মিছিলে খেলোয়াড়, চিকিৎসক, সমাজকর্মী, শিল্পী, সাহিত্যিক সহ বিভিন্ন অংশের মানুষ অংশগ্রহণ করেন।
মিছিলে পা মেলান হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, পুরসভার মুখ্য প্রশাসক ডা: সুজয় চক্রবর্তীও।
মন্ত্রী অরূপ রায় এদিনের মিছিল প্রসঙ্গে বলেন, হাওড়ার বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন স্তরের মানুষ এখানে উপস্থিত হয়েছেন। আরজি করে তিলোত্তমার উপর যে বর্বরোচিত পৈশাচিক অন্যায় ঘটেছে তার বিরুদ্ধে এবং অপরাধীর ফাঁসির দাবিতে আজকে পথে নামা হয়েছে। সিবিআই যাতে তাদের তদন্ত দ্রুত শেষ করে দোষীদের আইনের হাতে তুলে দেয়। প্রায় একমাস অতিক্রান্ত। কিন্তু আর কোনও অপরাধী ধরা পড়েনি। আমরা চাইছি বাকি অপরাধীরা যতই ক্ষমতাশালী হোকনা কেন তার শাস্তি হোক। একজন আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কোনও মন্তব্য করব না। আমরা চাই যত দ্রুত বিচারব্যবস্থা শেষ হোক। সিবিআই দেরি করছে। এতদিন কেটে গেল এখনো তদন্তের কিনারা হয়নি। শুধুমাত্র একজন অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে। আমরা চাইবো দ্রুত তদন্তের নিষ্পত্তি হোক। আমরা দোষীদের ফাঁসি চাইছি যতদিন বিচার না হয় ততদিন আন্দোলন চলবে।
অরূপ রায় জানান, আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে মা-বোনেদের আন্দোলনকে তাঁরা সমর্থন করেন। তবে যেভাবে কিছু রাজনৈতিক দল এই ঘটনাকে নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে তাঁরা তার বিরোধিতা করছেন। তাঁরাও চান সিবিআই এই মামলার দ্রুত তদন্ত করে কোর্টের কাছে প্রমাণ তুলে দিক। অপরাধীদের ফাঁসি হোক। আর এই দাবিতেই তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।