রাস্তার কাজের বরাত পেয়ে সেই কাজের জন্যে আনা বালি ও মাটি নিজেই চুরি করার অভিযোগে এক ঠিকাদারকে শোকজ করল দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। শোকজের পাশাপাশি রাস্তার কাজের জন্য আসা বালি ও মাটি দ্রুত ফেরত দেওয়ার জন্যে নির্দেশ দেওয়া হয়েছে এই ঠিকাদারকে।
জানা গেভহে নতুন দিঘার স্টেট ব্যাঙ্ক হলিডে হোমের কাছের একটি রাস্তার কাজের বরাত পেয়েছিলেন ঠিকাদার দেবব্রত জানা। এই ঠিকাদারের বাড়ি স্থানীয় খাদালগোবরা গ্রামে।
কাঁথির মহকুমা শাসক তথা দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক সৌভিক ভট্টাচার্য বলেন আমাদের কাছে খবর আসে এই ঠিকাদার রাস্তার কাজের জন্যে আনা বালি ও মাটি রাত্রের অন্ধকারে চুরি করে নিজের জায়গা ও নালা ভরাট করেছেন। অভিযোগ খতিয়ে দেখে তার সত্যতা পাওয়ার পর ওই ঠিকাদারকে শোকজ নোটিশ পাঠানোর পাশাপাশি চুরি করা বালি ও মাটি নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে দু দিনের মধ্যে বালি ও মাটি ফেরত না দিলে আইন মেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।