রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।
বিগ বাজেট প্রোডাকশন হোক কিংবা ওটিটি, সবেই এই মুহূর্তে কৃতির নাম শিরোনামে থাকছেই।
লাল পোশাকে সকলকে তাক লাগিয়েছেন কৃতি স্যানন। কিছুদিন আগেই ‘মিমি’ ছবিতে সকলের মন জয় করেছিলেন কৃতি শ্যানন। পঙ্কজ ত্রিপাঠীর মতো অভিনেতার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন।
বলিউডে পা রেখেই অক্ষয় কুমার, কাজল, শাহরুখ খান, বরুণ ধাওয়ানের মতো অভিনেতাদের সঙ্গে জমিয়ে কাজ করেছেন। সামনেই বেশ কয়েকটি ছবির কাজ রয়েছে তাঁর হাতে।
চলতি বছরটা স্বপ্নের মতো কাটাচ্ছেন কৃতি স্যানন। প্রথম ‘তেরি বাতোঁ মে অ্যাইসা উলঝা জিয়া’, এরপর ‘ক্রু’—পরপর দুটি সিনেমা হিট। তবে সাফল্যের মধ্যেও কেরিয়ারের শুরুর দিকের সংগ্রাম ভুলে যাননি অভিনেত্রী।
সম্প্রতি পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টার কিডদের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী। কেরিয়ারের শুরুতে একাধিকবার বলিউডের তারকা সন্তানেরা তাঁর তুলনায় বেশি সুযোগ পেতেন বলে জানিয়েছেন কৃতি। বিষয়টা কখনও কখনও তাঁকে হতাশাগ্রস্ত করে তুলত বলেও মন্তব্য করেন অভিনেত্রী।
সাক্ষাৎকারে কেরিয়ার সম্পর্কে কৃতি বলেছেন, ‘একটা সময় ছিল যখন অনেক তারকা সন্তান নিজেদের প্রমাণ করার চেষ্টা করত। কিন্তু, করতে পারলেও আশ্চর্যের বিষয় হল এত কিছুর পরেও, তারা অনেক বড় সুযোগ পেয়েছিল। যাঁর ফলে অনেকের হতাশার জন্ম হত’। অভিনেত্রী আরও বলেন, ‘জীবনের এমন একটা পর্যায়ে ছিল যেখানে আমি খুবই অস্থির হয়ে পড়েছিলাম। কারণ আমি জানতাম, আমার সম্ভাবনা অনেক বেশি। আমি আরও বেশি কিছু চেয়েছিলাম। আরও গভীর কোনও চরিত্রের অপেক্ষায় থাকতাম। নিজেকে নতুন করে প্রমাণ করতে চাইতাম।’
There aren’t many female actors in Bollywood who entered the industry as a rank outsider and managed to bag a National Award for the best actress in a leading role within the first 10 years of their career. With her remarkable win last year, Kriti Sanon is the newest Midas to enter the coveted club populated by formidable Hindi film heroines such as Smita Patil, Konkona Sen Sharma, Kangana Ranaut, Priyanka Chopra, and Vidya Balan.
As she completes a decade in Hindi movies, Sanon is embarking on a new journey—she is turning producer with her upcoming thriller Do Patti.
Starring her in a double role alongside Kajol and Shaheer Sheikh, the Shashanka Chaturvedi directorial is jointly produced by her newly-minted banner Blue Butterfly Films and Kanika Dhillon’s Kathha Pictures.