রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।
১, ২ জন নয়। তীব্র যৌণ চাহিদা মেটাতে ২০ জন যুবকের সঙ্গে বেপরোয়া যৌনতা কিশোরীর। কিন্তু তার পরে যা ঘটল তা রীতিমতো চাঞ্চল্যকর। এখন ওই ২০ যুবককে ছুটতে হচ্ছে হাসপাতালে। রীতিমতো ভয়ে দিন কাটছে তাঁদের। ঘটনা উত্তরাখণ্ডের রামনগরে। সেখান সম্প্রতি শেষ কয়েকমাসে অনেক যুবক এইচআইভি সংক্রমিত হয়ে পড়েন।
শেষ ২ বছর অন্তত ২০ জন যুবক। প্রত্যেকের চিকিৎসা চলছে। সবথেকে অবাক করার মতো বিষয়ে প্রত্যেক যুবকই একই এলাকার। এরপরে খোঁজখবর শুরু করে পুলিশ। আর তাতেই উঠে আসে চাঞ্চল্যকর বিষয়টি।
পুলিশ তদন্তে জানতে পেরেছে, এই ২০ জন যুবক একই কিশোরীর সঙ্গে যৌন সম্পর্ক করেছেন। তার ফলে এইচআইভি সংক্রমিত হয়ে গিয়েছেন। শেষ এক বছরে এই ২০ জন যুবক কখনও একবার, কেউ কেউ একাধিকবার ওই ১৭ বছরের কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে। পুলিশ আরও জানতে পেরেছে যে, ওই কিশোরীর পারিবারিক অবস্থা ভালো নয়। পাশাপাশি ওই কিশোরী মাদকাসক্ত। মাদকের টাকা জোগাড় করার জন্য শেষ ২-৩ বছর ধরে এই কারবার চালাচ্ছে। এখন ওই কিশোরীর বয়স ১৭ বছর। ২ বছর আগে থেকে অর্থাৎ ১৫ বছরের বয়সের আগে থেকেই একাধিকবার যৌন সম্পর্ক করেছেন ওই কিশোরী।
জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়া এবং এলাকার যুবকদের সঙ্গে পরিচয় করত ওই কিশোরী। টাকার বিনিময়ে শারীরিক সম্পর্কে রাজি হয়ে যেত। এই ভাবেই চলছিল দিনের পর দিন। কিন্তু তার সঙ্গে শারীরিক সম্পর্ক করা যুবকেরা অসুস্থ হয়ে যেতেন। পরে হাসপাতালে গিয়ে তাঁরা জানতে পারতেন এইচআইভি সংক্রমণের কথা। লোকলজ্জার এবং কিশোরীর সঙ্গে যৌন সম্পর্কের জেরে আইনে প্যাচে পড়ার ভয়ে কেউ মুখ খুলতেন না। পুলিশের আশঙ্কা, এমন আরও যুবক ওই এলাকায় নিশ্চয়ই রয়েছে। ভয়ে মুখ খুলছে না। আক্রান্তদের মধ্যে অনেকে আবার বিবাহিত।
ফলে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ওই কিশোরীকে উদ্ধারের চেষ্টা চলছে। তাঁর কাউন্সেলিং করানো হতে পারে বলে খবর।