রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ে ঘাটালের বন্যা সংক্রান্ত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ।
ওই বৈঠকে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ সহ উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশেদ আলি কাদেরি, পুলিশ সুপার ধৃতিমান সরকার, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকর। ওই বৈঠকে ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ।
ঘাটাল মহকুমার পাঁচ টি ব্লকের বন্যা কবলিত দুর্গত মানুষের কাছে সরকার এর দেওয়া ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে কিনা তা নিয়ে তিনি আধিকারিকদের কাছ থেকে বিস্তারিতভাবে খবর নেন।
সেই সঙ্গে তিনি দুর্গত মানুষদের কাছে ত্রিপল, খাদ্যসামগ্রী, পানীয় জল দ্রুত পৌঁছে দেওয়ার নির্দেশে দেন। এছাড়াও তিনি বন্যা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ওই বৈঠকে বিস্তারিতভাবে আলোচনা করেন। সেই সঙ্গে তিনি ঘাটালের বন্যা কবলিত কয়েকটি এলাকা পরিদর্শন করেন।