সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।
সেমিকন্ডাক্টর এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ক্ষেত্রে বাংলায় বেয়ে নিয়োগের জন্য কয়েকদিন আগেই ঐতিহাসিক ঘোষণা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। সেই পথ ধরেই সেমিকন্ডাক্টর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বাংলায় বিনিয়োগের জন্য আগ্রহ দেখিয়ে কলকাতায় এসেছে বিশেষ ব্রিটিশ বাণিজ্য প্রতিনিধি দল।
তবে শুধুমাত্র মার্কিন বা ব্রিটিশ বিনিয়োগ নয়, কলকাতার নেওটিয়া গোষ্ঠী এবার শুধুমাত্র বাংলার স্বাস্থ্য ক্ষেত্রে ১৭০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
বণিক সভা সিআইআই বা কনফিগারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির ইস্টার্ন রিজিয়ন হেলথ কেয়ার ইস্ট শীর্ষক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে এই ঘোষণা করেন অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান তথা বিশিষ্ট শিল্পপতি হর্ষবর্ধন নেওটিয়া।
মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিদেশে সেখানকার শিল্পপতিদের কাছে বাংলার বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরার জন্য যে শিল্পপতিরা বারেবারে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন তাদের মধ্যে অন্যতম হর্ষ নেওটিয়া।
সিআইআই ইস্টার্ন রিজন হেলথ কেয়ার ইস্ট শীর্ষক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, আগামী পাঁচ বছরে বাংলা সহ পূর্ব ভারতের মোট ১৭০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নেওটিয়া গোষ্ঠী। এর ফলে বিভিন্ন বেসরকারি হাসপাতালে শয্যা সংখ্যা বৃদ্ধি পাবে প্রায় ১৫০০।
The Neotia Group is preparing to launch multiple projects within the medical sector.
The company intends to allocate Rs 1,700 crores over the next five years, establishing facilities in five to six locations and increasing bed capacity by around 1,500 in Eastern India, said 𝗠𝗿 𝗛𝗮𝗿𝘀𝗵𝘃𝗮𝗿𝗱𝗵𝗮𝗻 𝗡𝗲𝗼𝘁𝗶𝗮, 𝗖𝗵𝗮𝗶𝗿𝗺𝗮𝗻, 𝗔𝗺𝗯𝘂𝗷𝗮 𝗡𝗲𝗼𝘁𝗶𝗮 𝗚𝗿𝗼𝘂𝗽, 𝗮𝘁 𝘁𝗵𝗲 𝟭𝟴𝘁𝗵 𝗘𝗱𝗶𝘁𝗶𝗼𝗻 𝗼𝗳 𝗖𝗜𝗜 𝗘𝗮𝘀𝘁𝗲𝗿𝗻 𝗥𝗲𝗴𝗶𝗼𝗻 𝗛𝗲𝗮𝗹𝘁𝗵𝗰𝗮𝗿𝗲 𝗘𝗮𝘀𝘁, 𝗶𝗻 𝗞𝗼𝗹𝗸𝗮𝘁𝗮.
হর্ষবর্ধন নেওটিয়া বলেন, অন্যান ্য ইন্ডাস্ট্রির থেকে মেডিকেল ইন্ডাস্ট্রি অনেকটাই আলাদা। কারণ স্বাস্থ্য ক্ষেত্রে পরিষেবা দেওয়ার জন্য সবথেকে বেশি প্রয়োজনীয় সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালের সুনাম। আর এই সুনাম একদিনে তৈরি হয় না। এর জন্য একদিকে যেমন প্রয়োজন অত্যাধুনিক পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার তার সঙ্গে প্রয়োজন দক্ষ ডাক্তার এবং স্বাস্থ্য কর্মীদের একটা টিম।