সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।
ডেস্টিনেশন বেঙ্গল। ডেস্টিনেশন কলকাতা। ভারতবর্ষের মধ্যে তথ্যপ্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির পাশাপাশি অত্যাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে ভারতীয় বিভিন্ন সংস্থাগুলির পাশাপাশি বিশ্বের প্রথম সারির সংস্থা গুলির কাছেও সবথেকে পছন্দের গন্তব্য হিসেবে উঠে আসতে শুরু করেছে বাংলা।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বাংলায় বিনিয়োগের জন্য বিপুল সম্ভাবনা রয়েছে। ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির সঙ্গে হাত মিলিয়ে আমরা বাংলায় বিনিয়োগ করতে আগ্রহী।
আজ কলকাতায় রাজ্য সরকার, ওয়েবেল এবং টিসিএস সহ ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির সঙ্গে বৈঠকের পরে জানিয়ে দিলেন পূর্ব ভারতে নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার অ্যান্ড্রু ফ্লেমিং।
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আগেই বাংলায় বিনিয়োগ সম্ভাবনা খতিয়ে দেখার জন্য প্রথমবারের জন্য কলকাতায় এসেছে ব্রিটেনের প্রথম সারির ১৭ সেমিকন্ডাক্টর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের সঙ্গে যুক্ত সংস্থা।
ব্রিটিশ ডেপুটি হাইকমিশনারের উপস্থিতিতে এই সংস্থাগুলির পক্ষ থেকে আশা ব্রিটিশ বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়, ওয়েবেল এবং এমএসএমই দপ্তরের আধিকারিকরা। সেখানে ব্রিটিশ বাণিজ্য প্রতিনিধি দলের প্রতিনিধিদের সামনে বাংলায় সেমিকন্ডাক্টর এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেক্টরে যে বিপুল বিনিয়োগের সম্ভাবনা রয়েছে তা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরে রাজ্য সরকার।
https://x.com/UKinKolkata/status/1858154336812974234?t=3bRNEk83p32sdWjLoeR9TA&s=19
মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ইউরোপের বিভিন্ন দেশ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছুটে গিয়ে বাংলায় বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেছেন বিদেশী শিল্পপতিদের সামনে, সোমবার সেই ভূমিকা পালন করেন রাজীব তথ্য প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়।
সল্টলেকে ওয়েবেল আইটি পার্কে আয়োজিত এই বিশেষ কনফারেন্সে উপস্থিত ছিল তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএস, বণিক সভা ন্যাশকম-সহ বেশ কয়েকটি তথ্যপ্রযুক্তি সংস্থার প্রতিনিধিরা।
কলকাতায় ভারত মার্কিন যৌথ উদ্যোগে যে সেমিকন্ডাক্টার প্লান্ট তৈরীর ঘোষণা কয়েকদিন আগেই মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করেছিলেন সেই প্রসঙ্গ উঠে আসে এদিনের কনফারেন্সে।
তার প্রেক্ষিতেই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত গোটা ইউরোপ জুড়ে ব্যবসা করা ব্রিটেনের তিনটি সংস্থা কলকাতায় ভারত ইংল্যান্ড যৌথ উদ্যোগে নতুন একটি সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরির বিষয় বিস্তারিত আলোচনা করে।
পাশাপাশি কলকাতায় যেভাবে বিপুল সংখ্যক বেসরকারি হাসপাতালে রয়েছে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে বিনামূল্যে সমস্ত মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়া হয় জানার পরে ব্রিটেনের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে আসা দুটি সংস্থা পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে হেলথটেক অর্থাৎ স্বাস্থ্য ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর জন্য বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে ইউকে ওয়েস্ট বেঙ্গল টেকনোলজি রাউন্ড টেবিল শীর্ষক আজকের কনফারেন্সে।
দু’দিনব্যাপী এই সম্মেলনের প্রথম দিনের বৈঠকের শেষে বাংলায় ব্রিটিশ শিল্পপতিদের বিনিয়োগ সম্ভাবনা উজ্জ্বল হয়েছে বলে জানিয়ে আসা প্রকাশ করেন পূর্ব ভারত এবং উত্তর-পূর্ব ভারতে নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার অ্যান্ড্রু ফ্লেমিং।