শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।
ভারতের অটোমোবাইল বাজারে বাইক-স্কুটারের চাহিদা বাড়ছে! বিপুল এই চাহিদার কথা মাথায় রেখে দেশের বাজারে পা রাখছে আন্তজাতিক দুই বাইক প্রস্তুতকারী সংস্থা। Brixton Motorcycles এবং ইতালির সংস্থা VLF (Velocifero) সম্প্রতি KAW Veloce Motors এর সঙ্গে চুক্তি করেছে। যৌথ ভাবে এই দুই বৃহত সংস্থা ভারতীয়দের জন্য বাইক-স্কুটার লঞ্চ করবে।
আর এই নির্মাণ মহারাষ্ট্রের KAW Veloce Motors এর প্লান্টে হবে বলে জানা যাচ্ছে।
Brixton Motorcycles ইতিমধ্যে ভারতে চারটি রেট্রো মোটরসাইকেল লঞ্চ করেছে। এমনকি VLF – ও Tennis ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। Tennis ইলেকট্রিক স্কুটারের এক্স শোরুম দাম 1.3 লাখ টাকা। Brixton Motorcycles -এর Crossfire এবং Cromwell বাইকের এক্স শোরুম দাম পড়বে 4.74 লাখ টাকা থেকে 9.10 লাখ টাকা পর্যন্ত। যা অবশ্যই মধ্যবিত্তের আয়ত্তের বাইরে।
Velocifero এর Tennis ইলেকট্রিক স্কুটার 1500W হব মোটরের দেওয়া হয়েছে। যা কিনা 157Nm টর্ক জেনারেট করতে পারে। শুধু তাই নয়, 130 কিমি পর্যন্ত রেঞ্জ অফার করে এটি। এতে রেক্টিগল টুইন প্রজেক্টর এলইডি হেডলাইট দেওয়া হয়েছে। আছে ১২ ইঞ্চির অ্যালয় হুইল এবং TFT ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে এতে। VLF Tennis এর ওজন মাত্র 88 কিলোগ্রাম। ফলে যে কোনও বয়সের মানুষ এটি চালাতে পারবে।
Brixton Motorcycles ভারতের বাজারে 500cc এবং 1200cc এর বাইক নিয়েছে। যার মধ্যে একটি Crossfire এবং অন্যটি Cromwell। Brixton Motorcycles Crossfire – এর একাধিক ভেরিয়েন্ট আছে।
Brixton Crossfire 500X
Brixton Crossfire এর একটি ভেরিয়েন্ট 500X। রেট্রো রোডস্টারের এক্স শোরুম প্রাইস 4.74 লাখ টাকা। এতে 486cc এর প্যারালাল টুইন-লিকিউড-কুল্ড ইঞ্জিন দেওয়া হয়েছে। যা কিনা 47bhp পাওয়ার এবং 43Nm পরজন্ট টর্ক জেনারেট করতে পারে। এতে 13.5 লিটারের ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। এছাড়াও অ্যাডজাস্টবেল টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, ডূয়েল চ্যানেল ABS এবং LED লাইটিংয়ের ফিচার দেওয়া হয়েছে।