সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
নেতাজির জন্য বাঙালির আবেগ আজও অমিলন। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম ভিটে দক্ষিণ ২৪ পরগনার কোদালিয়াতেও প্রত্যেক বছর সাড়ম্বরে পালন করা হয় নেতাজি জয়ন্তী।
দক্ষিণ শহরতলির সোনারপুর ষ্টেশনের পরবর্তী ষ্টেশন সুভাষগ্রাম। সেখান থেকে রিকশা, অটো করে দু কিলোমিটার পথ গেলেই সুভাষচন্দ্রের পৈত্রিক ভিটে কোদালিয়া। এদিন সকাল থেকেই বহু মানুষ ভিড় জমান তাঁর কোদালিয়ার বাড়িতে। নেতাজীর ব্যবহৃত জিনিস, তাঁর ঘর দর্শনার্থীদের জন্য খোলা থাকে সন্ধ্যে পর্যন্ত। বহু মানুষ সেখানে গিয়ে সেই সব অতি মুল্যবান জিনিষ বা স্মারক চাক্ষুষ করে আসেন। অনেককেই দেখা যায় সেলফি তুলতে।
দুপুর ১২:১৫ মিনিট নাগাদ সাইরেন ও শঙ্খধ্বনি দিয়ে আজও পালন করা হয় নেতাজির জন্মদিন।
নেতাজির ব্যবহার করা বিভিন্ন আসবাবপত্র থেকে শুরু করে তিন বই, খাতা, চেয়ার নেতাজি মিউজিয়াম সমস্তটাই জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।
রাজ্য সরকারের উদ্যোগে কোদালিয়ায় নেতাজির পৈতৃক ভিটে তে সংস্কারের কাজ করা হয়েছে কিন্তু আরও সংস্কার ও সংরক্ষণের প্রয়োজন। নেতাজির বিভিন্ন জিনিসপত্র এখানে রাখা রয়েছে যার ফলে বর্তমান প্রজন্মের মানুষজন জানতে পারবে একজন বিপ্লবী দেশনায়ক কী কী জিনিস ব্যবহার করতেন।