সুমনা মিশ্র। কলকাতা সারাদিন।
জানেন কেন ২৬ জানুয়ারিতেই উদযাপন করা হয় এই দিনটি? প্রজাতন্ত্র দিবস পালনের কারণ কী? ১৯৪৭ সালের ১৫ আগস্ট ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর, ভারতে কোনও সক্রিয় সংবিধান ছিল না।
পরবর্তীকালে, ২৯ আগস্ট ১৯৪৭-এ ডঃ বি আর আম্বেদকরকে চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করে একটি খসড়া কমিটি গঠন করা হয়, সংবিধান তৈরির জন্য। ৪ নভেম্বর ১৯৪৭ সালে, সংবিধানের একটি আনুষ্ঠানিক খসড়া গণপরিষদে পেশ করা হয়।
১৯৪৯ সালের ২৬ নভেম্বর স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হবার পর ঠিক করা হয় ১৯৩০ সালের ২৬ জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালনের সেই দিনটিকে শ্রদ্ধা জানিয়ে ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে ভারতের সংবিধান কার্যকর হবে এবং সেদিন থেকে প্রজাতান্ত্রিক ভারতবর্ষ বা রিপাবলিক অফ ইন্ডিয়া হিসেবে পরিচিত হবে।
প্রজাতন্ত্র দিবস স্বাধীন ভারতের চেতনাকে স্মরণ করে। এই দিনেই ১৯৩০ সালে, ভারতীয় জাতীয় কংগ্রেস ঔপনিবেশিক শাসন থেকে পূর্ণ স্বরাজ ঘোষণা করেছিল। তাই সংবিধান কার্যকর করার জন্যও এই দিনটিই বেছে নেওয়া হয়।
প্রজাতন্ত্র দিবস দেশে অনেক উৎসাহের সঙ্গে উদযাপন করা হয়। এই দিনে, রাষ্ট্রপতি বর্ণাঢ্য সামরিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পর জাতীয় পতাকা উত্তোলন করেন।
পাশাপাশি এই দিনে, ভারতের রাষ্ট্রপতি দেশের যোগ্য নাগরিকদের পদ্ম পুরস্কার বিতরণ করেন এবং সাহসী সৈন্যদের পরমবীর চক্র, অশোক চক্র এবং বীর চক্রে ভূষিত করেন।