সুমনা মিশ্র। কলকাতা সারাদিন।
স্পা-এর আড়ালে মধুচক্রের আসরে হানা এসওজির। স্পায়ের অন্দরে অপ্রীতিকর অবস্থায় গ্রেফতার মহিলা সহ তিন। ধৃতদের নাম সুমন ঘোষ(৩৪) ম্যানেজার মহিলা অঞ্জু ছেত্রী,নিকিতা ছেত্রী।
জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শিলিগুড়ি স্পেশাল অপারেশনাল গ্রুপ মাটিগাড়ার একটি বাণিজ্যিক বহুতলে চলা স্প্যায়ে হানা দেয়। পুলিশের কাছে খবর পৌঁছায় দীর্ঘদিন ধরেই ওই স্পাইর আড়ালে চলছে দেহ ব্যবসার কারবার।sex racket running inside siliguri spa
দিনের পর দিন বাড়ির ঠিক বহুত পায়ের আড়ালে এই বেআইনী কারবার চালিয়ে চলছে ভিন রাজ্য নিবাসী মালিক। বেশ কিছুদিন ধরে তক্কেতক্কে ছিল পুলিশ।Siliguri police
শুক্রবার রাতে ওই বাণিজ্যিক বহুতলের স্পাই হানা দেয় শিলিগুড়ি পুলিশের স্পেশাল অপারেশনাল গ্রুপ। হাতেনাতে স্পাইর অন্দরে ঢুকতেই অপ্রীতিকর অবস্থায় মহিলা এবং এক যুবককে আটক করে।
ওই তুই মহিলা যুবক সহ স্প্যায়ের ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।