সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।
কথিত আছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলাশী যুদ্ধ জয়ের পর থেকেই কলকাতায় দুর্গাপুজো নিয়ে উদ্দীপনা বেড়েছিল বহু গুণ।
1757 সালে নাকি কলকাতার দুর্গাপুজো দেখতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেবদের আমন্ত্রণে লন্ডন থেকে বিশেষ জাহাজে এসেছিলেন কয়েকশো সাহেব ও মেম।
তবে সেসব দিন গিয়েছে। এখন ইউনেস্কোর আন্তর্জাতিক হেরিটেজ স্বীকৃতি পাওয়া কলকাতা তথা বাংলার দুর্গা পুজো দেখতে সুদুর লন্ডন থেকে নিজের আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবদের নিয়ে কলকাতায় চলে এসেছেন ভারতে নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ডক্টর অ্যান্ড্রু ফ্লেমিং ( British Deputy High commissioner Dr. Andrew Fleming ) ।
এর আগে ২০১৭ সালে কর্মসূত্রে কলকাতায় থাকার জন্য কলকাতার দুর্গাপুজো দেখার সৌভাগ্য হয়েছিল তাঁর। তবে গতবছর লন্ডনে থাকার জন্য মিস করেছেন কলকাতার দুর্গাপুজোর উদ্দীপনা।
যদিও দুধের স্বাদ ঘোলে মেটানোর মত লন্ডনের টেমস নদীর তীরে প্রবাসী বাঙ্গালীদের আয়োজনে হওয়া দুর্গাপুজোয় যোগ দিয়েছিলেন তিনি।
কিন্তু এবারে ভারতে ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার নিযুক্ত হওয়ার পরে আর কলকাতার দুর্গাপূজা দেখার সুযোগ মিস করতে চাননি।
তাই সবান্ধবে ও সপরিবারে চলে এসেছেন কলকাতায়। দ্বিতীয়া থেকেই বেরিয়ে পড়েছেন কলকাতার পুজো প্যান্ডেল পরিক্রমায়।
কলকাতা তথা বাংলার দুর্গা পূজো নিয়ে নিজের ভালোবাসার কথা জানিয়েছেন নিজেই (ব্রিটিশ ডেপুটি হাই কমিশনারের বক্তব্য শুনতে ক্লিক করুন এই লিংকে)।