সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
ওয়েবসাইট হ্যাক করে পড়ুয়াদের ট্যাবের টাকা হাতিয়ে নিয়েছিল একদল সাইবার অপরাধীরা। এই ট্যাব কেলেঙ্কারি নিয়ে রাজ্য সরকারের বিড়ম্বনা বেড়েছিল। যদিও পর পর গ্রেফতার হতেই বহু টাকা উদ্ধার হয়েছে। তবে সবটা উদ্ধার করা গিয়েছে কিনা সেটা পুলিশ জানায়নি। তবে এই সাইবার প্রতারণার ঘটনার পর থেকে দেশের নানা প্রান্তে শুরু হয় ডিজিটাল অ্যারেস্টের মতো প্রতারণার ঘটনা। এক্ষেত্রে একটি ফোন ধরলে বা কোনও লিঙ্কে ক্লিক করলেই ব্যাঙ্কের টাকা গায়েব হতে পারে। তাই এমন প্রতারণার ঘটনা রুখতে উদ্যোগী হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। লঞ্চ করা হল দুটি বই। যা সাইবার সচেতনতা বাড়াবে।
রাজ্যজুড়ে ক্রমবর্ধমান সাইবার ক্রাইমের প্রতিকারে এবার পাবলিক অ্যাওয়ারনেসের উপর জোর দিল রাজ্য সরকার। ডিজিটাল প্রতারণা সম্পূর্ণ বন্ধ করতে উদ্যোগ নিয়েছে রাজ্যের তথ্যপ্রযুক্তি দফতর। সাইবার প্রতারকদের ফাঁদ থেকে মানুষকে সচেতন করতে বই লঞ্চ করলেন তথ্যপ্রযুক্তি দফতরের মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি বলেন, ‘এই বইয়ে কার্টুনের মাধ্যমে বাচ্চা থেকে বয়স্ক সকলকে সচেতন করা হবে। আপাতত বই লঞ্চ করা হলেও পরে ডিজিটাল অ্যাপও চালু করা হবে। মানুষ যখন ক্রমে ব্যাঙ্ক ট্রানজাকশন থেকে শুরু করে একাধিক বিষয়ে অনলাইন মাধ্যমে দিতে অভ্যস্ত হয়ে উঠেছেন তখন রোজ সাইবার ক্রাইম বেড়ে চলেছে।
নানা জায়গায় সাইবার অপারেশনে এক্সপার্ট মানুষজন এই ধরনের সাইবার ক্রাইম গ্রুপ খুলে সেখানে নানা সাইটে একাধিক অ্যাপের মাধ্যমে সাইবার ক্রাইম ঘটিয়ে চলেছে।’
এই সাইবার ক্রাইম থেকে সাধারণ মানুষের পাশাপাশি ভিভিআইপিরাও বাদ যাচ্ছেন না বলে অভিযোগ করেন বাবুল সুপ্রিয়। আজ, মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবুলের বক্তব্য, ‘কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের প্রায় ৩ হাজারের বেশি কর্মীকে তথ্যপ্রযুক্তি দফতরের পক্ষ থেকে সাইবার সুরক্ষা নিয়ে ট্রেনিং দেওয়া হয়েছে। এই ট্রেনিংয়ের মাধ্যমে এবং সচেতনতার দ্বারা সাধারণ মানুষকে সাইবার প্রতারণার হাত থেকে অনেক বেশি বাঁচানো সম্ভব হবে। এখন প্রতারকরা খুব সরল ভাষা ব্যবহার করে প্রতারণার জাল ছড়ায়। আমজনতা তা বুঝতে না পেরে তাদের কথা মতো এগিয়ে যায় এবং প্রতারণার শিকার হয়।’
সাইবার ক্রাইম থেকে সাধারণ মানুষকে মুক্তি দেওয়ার লক্ষ্যে এবার সরকারি উদ্যোগে অ্যাওয়ারনেস বা জনসচেতনতা গড়ে তোলার কাজ শুরু করল রাজ্য সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগ। সাইবার ক্রাইম থেকে কেমন করে নিজেকে মুক্ত রাখা যায় সেটা কার্টুন পুস্তিকার মাধ্যমেই এবার মানুষের কাছে পৌঁছে দিতে শুরু করল তারা।
আজ রাজ্য বিধানসভায় সাংবাদিক সম্মেলনে রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়র কথায়, ‘বেশ কিছু ব্রাউজারের উপর নজরদারি চালানো হচ্ছে। মানুষ যদি সচেতন হন তাহলে সাইবার ক্রাইমের পাল্লায় পড়ে আর কউকে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা খোয়াতে হবে না। কাউকে টাকা পেমেন্ট করতে গিয়ে সেই টাকা হারাতে হবে না। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও পার্সোনাল ডকুমেন্টস হ্যাক হবে না।’