সুমন তরফদার। কলকাতা সারাদিন।
১৭ দিন পরে অবশেষে অনশন আন্দোলন প্রত্যাহার করল জুনিয়র ডাক্তাররা।
নবান্নের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ বৈঠকের পরে তার আশ্বাসের সন্তুষ্ট হয়ে আন্দোলন প্রত্যাহার করল তারা।
তবে জুনিয়র ডাক্তারদের মূল যে দাবি ছিল স্বাস্থ্য সচিবকে অপসারণ করার তা মানবেন না বলে আজকের বৈঠকেও স্পষ্ট করে দিয়েছেন মমতা।
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষের প্রায় আড়াই ঘণ্টা পর সাংবাদিক বৈঠক জুনিয়র ডাক্তারদের। অনশন মঞ্চে এসে পৌঁছন অভয়ার বাবা মাও। নবান্নের বৈঠকের পর রাত ১১ টার সময় প্যান জিবি ডেকেছিলেন জুনিয়র ডাক্তাররা। তার আগে সাংবাদিকে সম্মেলন করে জানিয়ে দিলেন তাঁরা এই অনশন তুলে নিলেন।
পূর্বের কথা মতই সোমবার জুনিয়র ডাক্তাররা আলোচনায় বসেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। নবান্নে আগে লাইভ স্ট্রিমিংয়ের জন্য ভেস্তে গিয়েছিল বৈঠক। এ বার জুনিয়রদের দাবি ছাড়াই বৈঠকের লাইভ স্ট্রিমিং করছে নবান্ন। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের পাশপাশি স্বাস্থ্যসচিবও। দেবাশিস, অনিকেত, কিঞ্জল, আশফাকুল্লারা নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর সামনে তাঁদের দাবিদাওয়া তুলে ধরেন।
তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে হুমকি দিয়ে চুপ করিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ জুনিয়র চিকিৎসকদের। প্রশাসনের অঙ্গভঙ্গি একদমই সহানুভূতিশীল মনে হয়নি বলে দাবি তাঁদের। স্বাস্থ্যসচিবকে নিয়ে তাঁদের কথা শোনা হয়নি বলেও দাবি দেবাশিসের। এমনকী, বৈঠকে জাস্টিস ব্যাজ পরে ঢুকতে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ করেন চিকিৎসকরা।
চিকিৎসক দেবাশিস হালদার বলেন,”আমাদের কমিটি গড়ার দাবি নিয়ে প্রশ্ন উঠেছে। আমাদের রীতিমতো হুমকি দেওয়া হয়। আরজি করের অধ্যক্ষকে চুপ করিয়ে দেওয়া হয়েছে। থ্রেট কালচার নিয়ে কথা বলায় মুখ্যমন্ত্রী ধমক দিয়ে চুপ করিয়ে দিয়েছেন।”
https://www.facebook.com/share/v/tQdNR6YsBCvZuCmR/?mibextid=qi2Omg
নবান্নে বৈঠকে চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয় সিংয়ের নাম করে নিশানা করেন মুখ্যমন্ত্রী। এনিয়েও সাংবাদিক বৈঠকে সরব হলেন চিকিৎসকরা। দেবাশিস বলেন, “সাধারণ মানুষ জানে একটা জিনিস পেতে গেলে কোথা থেকে কোথায় আসতে হয়। তুলো পাওয়া যায় কি যায় না তা আমরা জানি।”