শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।
বাজেটে আয়করে বিরাট ঘোষণা। ১২ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় করমুক্ত করার ঘোষণা কেন্দ্রের। আগামী সপ্তাহে আসছে নতুন আয়কর বিল। বাজেটে বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। শনিবার সংসদে এই নিয়ে অষ্টমবার বাজেট পেশ নির্মলার। মধ্যবিত্তের উপ আয়করের বোঝা কমাতে মাস্টারস্ট্রোক।
আয়করের বোঝা কমবে কি না তা নিয়ে উৎসুক ছিলেন আপামর জনতা। মধ্যবিত্ত আয়করদাতাদের উপর বিপুল করছাড় নির্মলার। নতুন আয়কর বিল পরের সপ্তাহে বিস্তারিতভাবে কেন্দ্রের তরফে ঘোষণা করা হবে বলে জানিয়ে দিলেন নির্মলা সীতারামন। মধ্যবিত্তদের দিকে তাকিয়ে আয়কর সংস্কার করা হয়েছে বলে জানান নির্মলা। সরকারের ভাঁড়ারে প্রভাব পড়লেও মধ্যবিত্তের দিকে তাকিয়েই এই আয়কর ছাড়ের সিদ্ধান্ত মোদী সরকার নিয়েছে বলে জানান নির্মলা।
এক নজরে দেখে নেওয়া যাক কত আয়ে কারা কত ছাড় পাবেন। বাজেটে বলা হয়েছে, বার্ষিক ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না। ১২ থেকে ১৬ লক্ষ টাকা বার্ষিক আয়ে ১৫ শতাংশ কর দিতে হবে। ১৬ লক্ষ টাকা ২০ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে ২০ শতাংশ হারে কর দিতে হবে। এরপর ২০ লক্ষ টাকা থেকে ২৪ লক্ষ টাকা বার্ষিক আয়ে ২৫ শতাংশ হারে আয়কর দিতে হবে। ২৪ লক্ষ টাকার উপর আয়ে ৩০ শতাংশ হারে আয়কর দিতে হবে।
টিসিএস ও টিডিএস সহজতর করার উপর জোর দেওয়া হয়েছে। প্রবীণদের জন্য ৫০ হাজার থেকে বেড়ে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড়ের ঘোষণা নির্মলার।
শুধুমাত্র প্যান বহির্ভূত ক্ষেত্রে উচ্চ হারে টিডিএস লাগু হবে। আগের সমস্ত জটিলতা দূর করে নতুন আয়কর বিল হতে পারে তুলনামূলক সহজবোধ্য। কর ফাইল করার পদ্ধতিও আগের থেকে সহজ করা হবে। কাগুজে পদ্ধতি যতটা সম্ভব দূর করা যায়, সেই চেষ্টা করা হবে। ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যক্তিদের ক্ষেত্রে প্রক্রিয়া কার্যত একইরকম করা হবে বলে ।