রঞ্জন মাহাতো। কলকাতা সারাদিন।
বিধানসভা নির্বাচনের আগে রবিবার নয়াগ্রাম ব্লকের মরচি ৫ নং অঞ্চলের বড়সোলে বিজেপি ও সিপিএম দলে ধস।
জানা গেছে বড়সোলে সিপিএম ও বিজেপি দলের শতাধিক কর্মী সমর্থক বিজেপি ও সিপিএম দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
যোগদানকারীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন নয়াগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেশ রাউৎ, ঝাড়গ্রাম জেলা তৃনমূল ছাত্র পরিষদের সভাপতি বিশ্বনাথ মাহাতো সহ অন্যান্য নেতৃত্বরা।
যোগদানকারীদের বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজে সামিল হতে তারা বিজেপি ও সিপিএম দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানকারী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান নয়াগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেশ রাউৎ।
তিনি বলেন আগামী বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসবে ততই বিজেপি দল ছেড়ে মানুষ দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। তাই বিজেপি ও সিপিএম দল ছেড়ে যারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন সেই যোগদানকারীদের তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করার আহ্বান জানান।