রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।
পানীয় জলের অপচয় রুখতে জনস্বার্থ কারিগরি দফতরের নয়া উদ্যোগ। দুটো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়েছে অভিযোগ জানানোর জন্য। যেখানে অভিযোগ জানানো যেতে পারে। ৮৯০২০২২২২২ ও ৮৯০২০৬৬৬৬৬। এই দুটি নম্বরে হোয়াটসঅ্যাপ করে অভিযোগ জানানো যেতে পারে। রাজ্য বিধানসভার অধিবেশনে জানালেন সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী পুলক রায়।
হোয়াটসঅ্যাপ নম্বর ২টি হল ৮৯০২০২২২২২ ও ৮৯০২০৬৬৬৬৬। হোয়াটসঅ্যাপ নম্বরে অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ।
জনস্বার্থ কারিগরি দফতরের নয়া উদ্যোগ বলা যেতে পারে। পানীয় জলের অপচয় রুখতে এই নয়া উদ্যোগ। ২টি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হয়েছে। যেখানে জল অপচয় হচ্ছে তা এই নম্বরে ফোন করে সাধারণ মানুষ জানাতে পারবেন। সঙ্গে সঙ্গে জনসাস্থ্য কারিগরি দফতরের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর রাজ্যের সব জেলায় বিশেষ অভিযান শুরু করেছে জনস্বাস্থ্য ও কারিগরি দফতর। জলচুরি রুখতে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে।
কোন ভাবে জল অপচয় করা বা চুরি করা বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দিয়েছেন এই দফরের কর্তারা। বুধবার রাজ্য বিধানসভার অধিবেশনে জনসাস্থ্য ও কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায় বলেন, রাজ্যের সব জেলাতেই কঠোর পদক্ষেপ নিতে বলা হয়েছে। পানীয় জল ব্যবসায়িক কাজে ব্যবহার হচ্ছে এমন নির্দিষ্ট অনেক অভিযোগ জমা পড়েছে। কোথাও গরুর স্নান করানো হচ্ছে বা কোথাও মাছ চাষের জন্য পানীয় জল ব্যবহার করা হচ্ছে।
চাষের কাজেও পানীয় জল ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগ এসেছে। আলাদা পাইপ লাইন ব্যবহার করে পানীয় জল ট্যাঙ্কে ভরা হচ্ছে।বিধানসভার অধিবেশনে জানালেন সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী পুলক রায়। একদিকে সাধারণ মানুষকে সচেতন করা অন্যদিকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা – এই দুই পথ অবলম্বন করে পানীয় জল অপচয় ও অবৈধ ব্যবহার রোখা হবে।
মন্ত্রী জানান সচেতনতার বিশেষ প্রয়োজন রয়েছে মানুষের। আবার সাধারণ মানুষ সচেতন হয়ে প্রশাসনকে সহযোগিতা করলে পানীয় জল নষ্ট বন্ধ করা সম্ভব। সেজন্য হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।