ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী , বাংলাদেশ।
ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় সাংবাদিক, নারী ও শিশুসহ সাধারণ মানুষের গণহত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সাংবাদিক সংস্থা। এসময ইসরাইলের সঙ্গে সব চুক্তি বাতিল ও সম্পর্ক ছিন্ন করতে মুসলিম নেতাদের প্রতি আহ্বান জানান।
শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১ টায় রাজশাহী মহানগীর জিরো পয়েন্টে এই কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন গণমাধ্যমের কর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ফিলিস্তিনের মজলুম জনগণের প্রতি ইসরায়েলের বর্বর গণহত্যা আমাদের ব্যথিত করেছে, আমরা বাকরুদ্ধ।গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি বর্বর আগ্রাসন শুরু হওযার পর থেকে কমপক্ষে এ পর্যন্ত ২১১ জন সাংবাদিক নিহত হয়েছেন। এটি আধুনিক ইতিহাসে সাংবাদিকদের ওপর সবচেয়ে মারাত্মক গণহত্যা বলে বিবেচিত। অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহর কাছে বেইত সিরা গ্রামে সাংবাদিক ইব্রাহিম আবু সাফিয়েহের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং এই আগ্রাসনের নেপথ্যে থাকা অন্যান্য কুশীলবদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় এনে বিচারের দাবিও জানান গণমাধ্যমের কর্মীরা।
মানববন্ধনে রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোস্তাফিজ রকি’র সঞ্চালনায় ও রাজশাহী মহানগরের সভাপতি গুলবার আলী জুয়েলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন , বাংলাদেশ সাংবাদিক সংস্থার আহবায়ক সরকার শরিফুল ইসলাম, সদস্য সচিব মো: আফজাল হোসেন, বাংলাদেশ সংস্থার প্রতিষ্ঠাতা রফিক আলম, জেলা সভপতি ফজলুল করিম (বাবলু), মহানগরের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।