ব্রেকিং
  • Home /
  • ভ্রমন /
  • Shillong Travel Guide in Summer : গরমের ছুটিতে ঘুরে আসুন মেঘের রাজ্য মেঘালয়ের শিলং থেকে, জেনে নিন মাস্ট ভিজিট ৫ স্পট

Shillong Travel Guide in Summer : গরমের ছুটিতে ঘুরে আসুন মেঘের রাজ্য মেঘালয়ের শিলং থেকে, জেনে নিন মাস্ট ভিজিট ৫ স্পট

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন। আমরা যারা সমতলের দিকে থাকি, কোনও কিছু হলেই আমরা পাহাড়ে ছুটে যেতে চাই। পাহাড়, হিমালয়, তুষার… আমাদের টানতে থাকে তীব্র। আর হ্রদের শহর শিলং তো তার বিশেষ সৌন্দর্যের জন্য পরিচিত। শিলং মেঘালয়ের রাজধানী এবং একটি বিখ্যাত....

Shillong Travel Guide in Summer : গরমের ছুটিতে ঘুরে আসুন মেঘের রাজ্য মেঘালয়ের শিলং থেকে, জেনে নিন মাস্ট ভিজিট ৫ স্পট

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন। আমরা যারা সমতলের দিকে থাকি, কোনও কিছু হলেই আমরা পাহাড়ে ছুটে যেতে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন।

আমরা যারা সমতলের দিকে থাকি, কোনও কিছু হলেই আমরা পাহাড়ে ছুটে যেতে চাই। পাহাড়, হিমালয়, তুষার… আমাদের টানতে থাকে তীব্র। আর হ্রদের শহর শিলং তো তার বিশেষ সৌন্দর্যের জন্য পরিচিত।

শিলং মেঘালয়ের রাজধানী এবং একটি বিখ্যাত হিল স্টেশন। উত্তর ভারত বাদ দিয়ে একটু অন্য ধরনের পাহাড়ি শহর বেছে নিতে চাইলে অবশ্যই আপনি ভেবে দেখতে পারেন উত্তর পূর্ব ভারতের শিলং -এর কথা।

সেখানে বেড়াতে গেলে যাতায়াতের ব্যাপারে আপনাকে কোনও ঝক্কিই পোহাতে হবে না আপনি যদি মেঘালয়ের আশেপাশের রাজ্যগুলির সঙ্গেও সংযুক্ত হন, তা হলে আপনি শিলং পৌঁছনোর জন্য আশপাশের রাজ্যের বেশ কিছু বিখ্যাত শহর থেকে সরাসরি বাস পাবেন।

আর আপনি কি জানেন শিলং -এর নাম কী ভাবে এসেছিল? তা হলে জেনে নিন যে, শিলং -এর দেবতা উ শাইলং -এর নাম অনুসারে নামকরণ করা হয়েছিল এই বিখ্যাত হ্রদে মোড়া পাহাড়ি শহরের।

কিন্তু এখানে বেড়াতে গেলে কোথায় কোথায় যাবেন? কোন পাঁচ জায়গা না দেখলে অসম্পূর্ণ রয়ে যাবে আপনার শিলং সফর? সেই প্রশ্নের জবাব জানতেই এ বার বিস্তারিত ভাবে পড়তে হবে এই প্রতিবেদনটি।

শিলং পিক বা শিলং চূড়া

শিলং পিক বা শিলং শিখর কিংবা চূড়া হল মেঘালয়ের রাজধানী শিলং -এর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এখান থেকে আপনি খুব সুন্দর দৃশ্য দেখতে পাবেন।

আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন, তা হলে আপনাকে অবশ্যই শিলং পিক পরিদর্শন করতে হবে। শিলং শৃঙ্গ শিলং শহর থেকে প্রায় দেড় হাজার ফুট উচ্চতায় অবস্থিত।

উমিয়াম লেক

উমিয়াম হ্রদ মেঘালয়ের বৃহত্তম কৃত্রিম হ্রদগুলির মধ্যে একটি, যা শিলং থেকে প্রায় ১৫ কিলো মিটার দূরে অবস্থিত। এটি বিভিন্ন জল ক্রীড়া এবং অ্যাডভেঞ্চার স্পোর্টস হওয়ার কারণে দারুণ জনপ্রিয় একটি গন্তব্য।
পর্যটকরা কায়াকিং, ওয়াটার সাইক্লিং, স্কুটারিং এবং বোটিং করার জন্য এই হ্রদে অবশ্যই অনেকটা সময় কাটিয়ে যান। চাইলে আপনিও নানা ভাবে সময় কাটাতে পারেন এই উমিয়াম লেকে।

এলিফ্যান্ট ফলস

এলিফ্যান্ট ফলস হল ভারতের মেঘালয়ের শিলং-এ অবস্থিত একটি দ্বি স্তর বিশিষ্ট জলপ্রপাত। এই জলপ্রপাতটির কাছে এমন একটি বোল্ডার ছিল যা আকারে প্রায় একটি হাতির মতো দেখতে ছিল। তাই এর নাম হাতি ঝর্না।

ব্রিটিশ যুগে এই নামটির উৎপত্তি হয়েছিল যখন ব্রিটিশরা জলপ্রপাতের কাছে হাতির মতো দেখতে একটি বিশাল পাথর দেখেছিল। তার পর থেকেই যে লক্ষ লক্ষ পর্যটক এখানে ছুটি কাটাতে আসেন, এক বার অবশ্যই এলিফ্যান্ট ফলস ঘুরে যান।

ডেভিড স্কট ট্রেইল –

শিলং -এ অবস্থিত ডেভিড স্কট ট্রেইল একটি খুব সুন্দর জায়গা। এখানে আপনি প্রায় ১৬ কিলো মিটার ট্রেকিং ট্রেইল এবং ঘোড়ার গাড়ির ট্রেইল উপভোগ করতে পারেন।

আপনার শিলং ভ্রমণকে দুঃসাহসিক করে তুলতে, আপনি অবশ্যই আপনার শিলং সফরের একটা দিন এই ডেভিড স্কট ট্রেইলের জন্য রাখতে পারেন এবং হারিয়ে যেতে পারেন শিলং -এর প্রাকৃতিক সৌন্দর্যে।

লেডি হায়দারি পার্ক

লেডি হায়দারি পার্ক হল মেঘালয় রাজ্যের রাজধানী শিলং শহরে অবস্থিত একটি পার্ক। আকবর হায়দারির স্ত্রীর নামে লেডি হায়দারি গার্ডেন নামকরণ করা হয়েছে।
এই লেডি হায়দারি পার্ক একেবারে পরিবারের জন্য আদর্শ। কারণ এখানে বাচ্চাদের জন্য একটি ছোট চিড়িয়াখানার পাশাপাশি একটি সুন্দর জলপ্রপাত এবং সুইমিং পুল রয়েছে।

তা হলে আর দেরি কীসের? আজই পরিকল্পনা করে ফেলুন আগামী ছুটিতে শিলং যাওয়ার তারিখ আর বাজেট।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর