রঞ্জন মাহাতো। কলকাতা সারাদিন।
ব্যাপক হারে বেড়েছে দেওয়ালি পুতুলের কেনা।বেচা। মেদিনীপুর শহরের মির্জাবাজার কুমোর পাড়ায় এখন তাই ব্যস্ততা তুঙ্গে।
আগে দিন পনেরো থেকে চলত বেচা কেনা।
এবার বাধ সেজেছে প্রাকৃতিক দুর্যোগ।
মঙ্গলবার থেকে মেদিনীপুর শহরে উপচে পড়ছে পুতুল কেনার জন্য মানুষের ভিড়। সকলে কিনছেন দেওয়ালি পুতুল , মাটির প্রদীপ। আরো অনেক কিছু।
মেদিনীপুর শহরের মির্জা বাজার এলাকার
মৃৎশিল্পীরা জানান, এবার তাঁদের ব্যবসা খুব ভালো হয়নি। কারণ লক্ষ্মী পুজোর পর থেকেই দুর্যোগ । পুতুল , প্রদীপ , সরা শুকোতেই হিমশিম খেতে হয়েছে।
ক্রেতারা জানাচ্ছেন এবারে অনেক ডিজাইন পাননি। যেগুলো পেয়েছেন দাম বেশি। তাই শেষ মুহূর্তে পুতুল ও মাটির প্রদীপ কেনাবেচা বাড়ায় মেদিনীপুর শহরের মির্জা বাজার এলাকার কুমোর পাড়ায় মাটির দেওয়ালি পুতুল ও প্রদীপ তৈরীর কাজ ব্যস্ত রয়েছেন মৃৎশিল্পীরা।
সেইসঙ্গে একজন মৃৎশিল্পী জানান আমরা সারা বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের জন্য ঠিকভাবে আমরা দেওয়ালি পুতুল ও মাটির প্রদীপ তৈরি করতে পারিনি।