রঞ্জন মাহাতো। কলকাতা সারাদিন।
মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী , পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, দাঁতনের বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান সহ তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মী ও সমর্থকরা।
ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিজেপি দলের প্রায় দুই শতাধিক কর্মী বিজেপি দল ছেড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দান করেন।
বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া সকলের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সহ দলের নেতা ও বিধায়করা।
বিজেপি ছেড়ে তৃণমূলে কংগ্রেসের যোগ দেওয়া সকলের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেওয়ার পর রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী তাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তৃণমূল কংগ্রেসকে আরো শক্তিশালী করে তোলার জন্য তিনি তাদেরকে তৃণমূলের হয়ে কাজ করার আহ্বান জানান। সেই সঙ্গে ওই অনুষ্ঠানে উপস্থিত সকলকে তিনি শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানান এবং কালীপূজা ও দীপাবলীর অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এছাড়াও তিনি বলেন যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও বাংলার উন্নয়নের কাজ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা বাংলার উন্নয়নকে স্তব্ধ করে তার চক্রান্ত করছে তাদেরকে বাংলার মানুষ উপযুক্ত জবাব দেবে। বাংলা জুড়ে যারা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চক্রান্ত করছে আগামী দিনে বাংলা থেকে তারা রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে বলে পরিবহন মন্ত্রী স্নেহাসিস চক্রবর্তী জানান।
সেইসঙ্গে তিনি ওই এলাকার উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দলীয় কর্মী সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।