সুমনা মিশ্র। কলকাতা সারাদিন।
আর জি কর আন্দোলনের আবহে টালিগঞ্জের ছোট বড় মেজ সেজ টলি ও টেলি তারকারা রাজ্য সরকারের বিরুদ্ধে যেভাবে আন্দোলনে নেমেছিলেন, তার প্রেক্ষিতে এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে নয়া সিদ্ধান্ত নিল মমতার সরকার। বছর শেষের উৎসব মানে কলকাতা চলচ্চিত্র উৎসব। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। আগামী মাসে ৪ তারিখ থেকে শুরু হবে কলকাতা চলচ্চিত্র উৎসব। চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। এবছর ৩০-এ পা দিচ্ছে কলকাতা চলচ্চিত্র উৎসব। তাই এবার বিশেষ চমক থাকবে বলে মনে করেছিলেন অনেকেই। কিন্তু বাস্তবে হতে চলেছে উল্টো। প্রতিবছরই কলকাতা চলচ্চিত্র উৎসব-র উদ্বোধনী অনুষ্ঠানে বসে চাঁদের হাট। কিন্তু, এবার তেমন কেউ থাকবে না বলে শোনা যাচ্ছে। শাহরুখ খান কিংবা অমিতাভ বচ্চন নাও থাকতে পারে বলে শোনা যাচ্ছে। কলকাতা চলচ্চিত্র উৎসব আলোকিত করতে এবছর থাকতে চলেছেন, শাবানা আজমি, জাভেদ আখতার এবং শক্রুঘ্ন সিনহা। তেমনই থাকতে পারেন বিদ্যা বালন। এরই সঙ্গে থাকবে টলিউডের সকল তারকা। তেমনই থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
রবীন্দ্র সদনে সাংবাদিক বৈঠকে সেই কথাই ঘোষণা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। জানালেন, উদ্বোধনী অনুষ্ঠান হবে ধনধান্য অডিটোরিয়ামে। উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে তপন সিনহার ‘গল্প হলেও সত্যি’। কিংবদন্তি এই পরিচালকের জন্মশতবর্ষ-ও পালিত হচ্ছে এবারের উৎসবে। ধনধান্যে বিকেল সাড়ে ৫টায় ছবিটি দেখানো হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় থিম সং গেয়েছেন নচিকেতা চক্রবর্তী।
শুক্রবার রবীন্দ্রসদনে সাংবাদিক বৈঠকে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী ও গায়ক ইন্দ্রনীল সেন, ফেস্টিভ্যাল চেয়ারম্যান ও পরিচালক গৌতম ঘোষ, বন দপ্তরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা, কিফ সেক্রেটারি শান্তনু বসু, অভিনেতা অর্জুন চক্রবর্তী, প্রমুখ। অরূপ বিশ্বাস বলেন, এবারের উৎসবে ১২৭টি ফিচার ফিল্ম এবং ৪৮টি শর্ট ফিল্ম দেখানো হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিভাবকত্বে সিনে উৎসব গুনে ও মানে ক্রমশ কেমন আরও উন্নত হচ্ছে তা তুলে ধরেন ইন্দ্রনীল সেন। মন্ত্রী বীরবাহা হাঁসদা প্রান্তিক সিনেমাকে সুযোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী এবং কিফ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
এবছর চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে মোট ১৪টি ছবি মনোনীত হয়েছে। যার মধ্যে অন্যতম ফ্রান্স, বুলগেরিয়া, জাপান-সহ বিভিন্ন দেশের ছবি। চলতি বছরে আম্বানির বিয়ের জন্য মুম্বই সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় শাবানা আজমির সঙ্গে সাক্ষাত হয়। তিনি তখনই তাঁকে আমন্ত্রণ করেছিলেন। তেমনই অমিতাভ বচ্চনকেও আমন্ত্রণ জানিয়েছিলেন।
এবার শতবর্ষের শ্রদ্ধার্ঘ্য জানানো হবে চলচ্চিত্র জগতের পাঁচ কিংবদন্তিকে। তালিকায় আছেন তপন সিনহা, অরুন্ধতী দেবী, হরিসাধন দাশগুপ্ত, মার্লোন ব্র্যান্ডো এবং মার্সেলো মাস্ত্রোইয়ান্নি।
এ বছর চলচ্চিত্র উত্সবে দেখানো হবে মোট ১৮০ টি ছবি। নন্দন, রবীন্দ্রসদন, শিশিরমঞ্চ ছাড়াও ছবি দেখানো হবে নজরুল তীর্থ, নবীনা, নিউ এম্পেয়ার, রাধা স্টুডিও, অজন্তা সিনেমা, রবীন্দ্র ওকাকুরা ভবন, মেনকা সিনেমা, স্টার থিয়েটার, সাউথ সিটি, কোয়েস্ট মল, মেট্রো সিনেমা, মণি স্কয়্যার পিভিআর, গ্লোব সিনেমায়। ৪ ডিসেম্বর শুরু হওয়া এই অনুষ্ঠান চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত।