মিশর নামটা শুনলেই চোখের সামনে পিরামিড ভেসে ওঠে। যদিও সেইখানকার বিভিন্ন সময়ের বিভিন্ন অনুষ্ঠানের বিষয়টি আমাদের অনেকের অজানা।
আর সেই অজানাকে সবার সামনে তুলে ধরতে এবার ফুলেশ্বরের কোটালঘাটা নবোদয় সংঘ।
এবার এই পুজো কমিটির থিম এক টুকরো মিশর। মন্ডপের বাইরে যে রকম নৃত্যরত মিশরীয় রমণীদের দেখতে পাওয়া যাবে সেই রকম মন্ডপের ভিতরেও মিশরীয় দেবী প্রতিমা থাকছে।
পুজো উদ্যোক্তাদের মতে মূলত মিশরের অনুষ্ঠান ওই দেশের সংস্কৃতি পুজো মণ্ডপে তুলে ধরা হয়েছে।