সুমন তরফদার। কলকাতা সারাদিন।
আরজি কর কাণ্ডে এখনও চলছে আন্দোলন। ফুঁসছে কলকাতা, আন্দোলনের ঢেউ গোটা রাজ্যে। এদিকে তিলোত্তমার সুবিচারের দাবিতে শুরু থেকেই কর্মবিরতিতে সামিল হয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা। শুধু কলকাতা নয়, রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজেই দেখা গিয়েছিল একই ছবি। এদিকে রাজ্য সরকারের কাছে স্বাস্থ্য দফতর থেকে জমা পড়া তথ্য বলছে, কর্মবিরতির জেরে গত ১০ অগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত অন্য সময়ের তুলনায় দিন পিছু গড়ে ১ কোটি ১৩ লক্ষ টাকার মতো করে বেশি খরচ হচ্ছে।
তথ্য আরও বলছে, প্রতিদিন এই খরচের পরিমাণ দাঁডিয়েছে প্রায় ৭ কোটি ৮৬ লক্ষের কাছাকাছি। সব থেকে বেশি খরচ কোথায়? তথ্য বলছে, সবথেকে বেশি খরচ হয়েছে কলকাতার বেসরকারি হাসপাতালগুলিতে। সংশ্লিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ ১০ অগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত মোট স্বাস্থ্যসাথী খাতে খরচের বহরও নেহাৎ কম নয়। খরচ হয়েছে মোট ৩১৫ কোটি টাকা।
প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে ইতিমধ্যেই চার্জশিট দিয়েছে সিবিআই। সেখানে কলকাতা পুলিশের হাতে ধৃত সিভিক ভলান্টিয়ারকেই মূল অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে। যদিও সিবিআই তদন্ত নিয়ে চাপানউতোর শুরু হয়েছে নানা মহলে।
একজন লোকের পক্ষে ওই ভয়াবহ কাণ্ড ঘটানো সম্ভব কিনা সেই প্রশ্ন ফের তুলছেন অনেকেই। অন্যদিকে সুবিচারের দাবিকে সঙ্গী করে স্বাস্থ্য সংস্কারের জন্য একগুচ্ছ দাবিকে সামনে রেখে ধর্মতলায় এখনও অনশনে অনড় জুনিয়র ডাক্তারেরা। এমতাবস্থায় রাজ্য সরকারের এই তথ্য ঘিরে শুরু নতুন চর্চা।