রঞ্জন দাস। কলকাতা সারাদিন।
ভোরের আলো ফুটতে না ফুটতে হঠাৎই জঙ্গল থেকে বাঘ বেরিয়ে আক্রমণ করলে নিখোঁজ হয় এক মৎস্যজীবী।নিখোঁজ মৎস্যজীবীর নাম খোকন বাগ।এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সুন্দরবনের ঝিলা জঙ্গল এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত ২৯ জানুয়ারি গোসাবা ব্লকের কুমিরমারী ঘোলা এলাকার বাসিন্দা মৎস্যজীবী খোকন বাগ সহ আরও তিন জন নৌকা করে সুন্দরবন জঙ্গলে মাছ কাঁকড়া ধরার উদ্দেশ্যে রওনা দেয়।এরপর রাতেই নদীতে সূতলি ফেলেছিলেন কাঁকড়া ধরার জন্য।
রাত পোহালেই ভোরের আলো সবে ফুটতে থাকে।সেই সময় হঠাৎই জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে মৎস্যজীবী খোকন বাগের উপর।
বাকী মৎস্যজীবীরা লাঠি সোটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে বাঘের উপর।বেশ কিছুক্ষণ ধরে চলে লড়াই। এরপর বাঘ তার শিকার কে ধরে টানতে টানতে গভীর জঙ্গলে ঢুকে যায়।
এদিকে বাকী মৎস্যজীবিরা পালিয়ে নৌকায় করে গ্রামে ফিরে আসে।খবর পেয়ে কান্নায় ভেঙে নিখোঁজ মৎস্যজীবীর পরিবারের সদস্যরা।এলাকায় নেমে আসে শোকের ছায়া।
বন দফতর জানান বাঘের আক্রমণে এক মৎস্যজীবী নিখোঁজ হয় এমন ধরনের খবর পাওয়া গিয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।