ব্রেকিং
  • Home /
  • ভারত /
  • Rahul Gandhi attacks RSS Mohan Bhagwat : “উনি যা বলেছেন, তা রাষ্ট্রদ্রোহিতা, অন্য কোনও দেশ হলে এতক্ষণে গ্রেফতার হয়ে যেতেন” RSS প্রধান মোহন ভাগবতকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

Rahul Gandhi attacks RSS Mohan Bhagwat : “উনি যা বলেছেন, তা রাষ্ট্রদ্রোহিতা, অন্য কোনও দেশ হলে এতক্ষণে গ্রেফতার হয়ে যেতেন” RSS প্রধান মোহন ভাগবতকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন। ভারতের স্বাধীনতা দিবস নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপি-র অভিভাবক সংস্থা রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। সেই নিয়ে এবার তাঁকে তীব্র আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা, কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। ভাগবতের আচরণকে ‘রাষ্ট্রদ্রোহিতা’ বলে উল্লেখ....

Rahul Gandhi attacks RSS Mohan Bhagwat : “উনি যা বলেছেন, তা রাষ্ট্রদ্রোহিতা, অন্য কোনও দেশ হলে এতক্ষণে গ্রেফতার হয়ে যেতেন” RSS প্রধান মোহন ভাগবতকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

  • Home /
  • ভারত /
  • Rahul Gandhi attacks RSS Mohan Bhagwat : “উনি যা বলেছেন, তা রাষ্ট্রদ্রোহিতা, অন্য কোনও দেশ হলে এতক্ষণে গ্রেফতার হয়ে যেতেন” RSS প্রধান মোহন ভাগবতকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন। ভারতের স্বাধীনতা দিবস নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপি-র অভিভাবক সংস্থা রাষ্ট্রীয় স্বয়ম....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন।

ভারতের স্বাধীনতা দিবস নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপি-র অভিভাবক সংস্থা রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। সেই নিয়ে এবার তাঁকে তীব্র আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা, কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। ভাগবতের আচরণকে ‘রাষ্ট্রদ্রোহিতা’ বলে উল্লেখ করলেন তিনি।

বুধবার দিল্লিতে কংগ্রেসের নতুন সদর দফতরের উদ্বোধনে বক্তৃতা করছিলেন রাহুল। সেখান থেকেই ভাগবতকে নিশানা করেন তিনি। রাহুল বলেন, “RSS প্রধান মোহন ভাগবত বলেন, ‘ভারত ১৯৪৭ সালে স্বাধীনতা পায়নি। প্রকৃত স্বাধীনতা এসেছে রামমন্দির নির্মাণের হাত ধরে। সংবিধান আমাদের স্বাধীনতাপ্রাপ্তির প্রতীক নয়।’ মোহন ভাগবতে এত ঔদ্ধত্য যে দু’তিন দিন অন্তর দেশের স্বাধীনতা সংগ্রাম, দেশের সংবিধান নিয়ে নিজের মতামত দেশকে জানান তিনি। উনি যা বলেছেন, তা রাষ্ট্রদ্রোহিতা। কারণ উনি বলেছেন দেশের সংবিধান অবৈধ, ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম অবৈধ।” জনসমক্ষে একথা বলার ঔদ্ধত্য দেখিয়েছেন উনি। অন্য কোনও দেশ হলে এতক্ষণে গ্রেফতার হয়ে যেতেন। ওঁর বিচার হতো।” (Mohan Bhagwat)

রাহুল আরও বলেন, “জনসমক্ষে একথা বলার ঔদ্ধত্য দেখিয়েছেন উনি। অন্য কোনও দেশ হলে এতক্ষণে গ্রেফতার হয়ে যেতেন। ওঁর বিচার হতো। ভারত ১৯৪৭ সালে স্বাধীনতা পায়নি বলে উনি প্রত্যেক ভারতীয়ের অপমান করেছেন। এই ধরনের আজেবাজে কথা শোনা বন্ধ করা উচিত আমাদের।” এদিন রাহুল যখন এই মন্তব্য করেন, সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, সাংসদ সনিয়া গাঁধী। দর্শকাসনে প্রিয়ঙ্কা গাঁধী বঢরা-সহ কংগ্রেসের শীর্ষ নেতারা ছিলেন।

সোমবার মধ্যপ্রদেশের ইন্দৌরের একটি অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য করেন ভাগবত। তিনি বলেন, “অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিনটি ‘প্রতিষ্ঠা দ্বাদশী’ হিসেবে পালিত হওয়া উচিত। কারণ ওই দিনই প্রকৃত অর্থে স্বাধীনতা লাভ করে ভারত।”

তাঁর এই মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে। নিন্দায় সরব হন বিরোধী শিবিরের নেতানেত্রীরা। কংগ্রেস সভাপতি খড়গে বলেন, “স্বাধীনতা সংগ্রামে যাঁরা যুক্তই ছিলেন না, দেশের স্বাধীনতার জন্য যাঁরা লড়াই করেননি, তাঁরা এসব মন্তব্য করছেন। RSS প্রধানের মন্তব্য পড়লাম আমি। RSS মনে করে রামমন্দিরের হাত ধরে স্বাধীনতা এসেছে। অত্যন্ত লজ্জার বিষয়। ১৯৪৭ সালের স্বাধীনতাপ্রাপ্তিকে মানতে চাইছে না ওরা। আমাদের মনে আছে কারণ, আমাদের কাছের মানুষেরা প্রাণ দিয়েছিলেন, লড়াই করেছিলেন।”

শিবসেনা (উদ্ধব ঠাকরে) নেতা সঞ্জয় রাউত বলেন, “মোহন ভাগবত যা বলেছেন, তা অন্যায়। ‘রামলালা’ লক্ষ লক্ষ বছর ধরে এই দেশেই রয়েছেন। ‘রামলালা’র জন্য আন্দোলন হয়েছে। তাঁকে নিয়ে রাজনীতি কাম্য নয়।’রামলালা’কে RSS আনেনি। ভাগবত সংবিধান লেখেননি।”

আজকের খবর