বৃহস্পতিবার রাতে খাবারের সন্ধানে ঝাড়গ্রাম ব্লকের লোধাশুলিতে থাকা একটি রাইস মিলে ঢুকে পড়ে রামলাল ও প্রেমলাল নামক দুটি পূর্ণ বয়স্ক হাতি। যার ফলে রাইস মিলের কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে রামলাল ও প্রেমলাল নামক দুটি হাতি রাইস মিলে ঢুকে কয়েক বস্তা চাল খেয়ে ফেলে। বিষয় টি বন দফতর কে জানানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দফতরের কর্মীরা। ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বন দফতরের কর্মীরা রাইস মিল থেকে রামলাল ও প্রেমলাল নামক দুটি হাতি কে স্থানীয় জঙ্গলের দিকে পাঠায়। তবে রামলাল ও প্রেমলাল জঙ্গলের দিকে না গিয়ে লোকালের দিকে চলে যায় ।
যার ফলে ওই এলাকার গ্রামগুলিতে হাতির হামলার আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে বনদপ্তরের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার এর মতো শুক্রবার সকালে ওই দুটি হাতি লোধাশুলি এলাকার বিভিন্ন গ্রামে গিয়ে দাপিয়ে বেড়ায়।
যার ফলে হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা বলে স্থানীয় গ্রামবাসীরা জানান।বন বিভাগের লোধাশুলি রেঞ্জ এর পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে, সন্ধ্যার সময় জঙ্গল এলাকার রাস্তা দিয়ে যাতায়াত করার সময় সতর্ক থাকা নির্দেশ দেওয়া হয়েছে। বন বিভাগের পক্ষ থেকে ওই দুটি হাতির গতিবিধির উপর নজরদারি শুরু করা হয়েছে।