কৃষ্ণনগর পুলিশ জেলার বড়সড়ো সাফল্য। গোপন সূত্রে খবর পেয়ে কৃষ্ণনগর কতোয়ালি থানার পুলিশ নিষিদ্ধ পোস্তর আঠা সমেত ৫ জন কে গ্রেফতার করল। পুলিশ সূত্রে খবর তাদের কাছে গোপন সূত্রে খবর আসে একটি গাড়িতে করে নিষিদ্ধ আঠা পাচার হচ্ছে।
এরপর কৃষ্ণনগর রোড স্টেশন এলাকা থেকে তল্লাশি চালিয়ে একটি চারচকা গাড়ি থেকে ৬ কেজি নিষিদ্ধ আঠা বাজেয়াপ্ত করে। এবং গাড়িতে থাকা চালক সহ ৪ জনকে গ্রেফতার করে।পুলিশ সূত্রে খবর ওই গাড়িটি ঝাড়খন্ড থেকে পলাশীর উদ্দেশে যাচ্ছিলো ।
সেই সময় পুলিশ ধরে ফেলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধৃত ৫ জনের নাম, সজল মন্ডল বয়স ২৯, বাড়ি পলাশী পাড়ার বর্ণিয়ায়, ওপর জন শান্তি বর্ণি বয়স ৫৬, হাসিবুল মন্ডল বয়স ৫৫ , খাইরুল বাসার শেখ বয়স ৪০ উভয়ের বাড়ি কালীগঞ্জের বড়চাঁদঘর এলাকায়,আরেক ব্যক্তি মুক্কাবার হুসেন মন্ডল,বয়স ৪৩, বাড়ি পলাশীপাড়ার ছোট নালদা এলাকায়।
সকলকেই গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ তদন্তে নেমেছে এর পেছনে আর কারা জড়িত, কেনই বা এই সামগ্রী পাচার করা হচ্ছিল ধৃত দের জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে।