বাঘিনী জিনাত ধরা পড়তেই আতঙ্ক উধাও, নতুন বর্ষবরণে পর্যটকদের ঢল জঙ্গলমহলে। গত কয়েকদিন ধরে বাঘিনীর আতঙ্কে মাটি হয়ে গিয়েছিল বড়দিনের আনন্দ। ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন পর্যটন ব্যবসায়ীরা।
তবে বাহিনী জিনাত বনদপ্তরের হাতে ধরা পড়তেই আতঙ্ক কাটছে ঝাড়গ্রাম তথা গোটা জঙ্গলমহলে। যার ফলে নতুন বছরকে স্বাগত জানাতে মঙ্গলবার রেকর্ড ভিড় হয় জঙ্গলমহল তথা ঝাড়গ্রাম জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে।যার ফলে খুশি পর্যটন ব্যবসায়ীরা। ঝাড়গ্রামের অন্যতম পর্যটন কেন্দ্র বেলপাহাড়িতে রেকর্ড মানুষের ভিড় ছিলো মঙ্গলবার বছরের শেষ দিনে।
তাই ২০২৪ সাল কে বিদায় জানাতে এবং ২০২৫ ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে মঙ্গলবার ব্যাপক ভিড় ঝাড়গ্রাম জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে। উল্লেখ্য কয়েকদিন বাঘিনীর আতঙ্কে কিছুটা পর্যটক দের ঝাড়গ্রামে আসা ভাটা পড়েছিল। তবে বাঘিনী জিনাত রবিবার বাঁকুড়া জেলার রানিবাঁধ ব্লকের গোঁসাইডিহির জঙ্গলে ধরা পড়তেই এবার বছরের শেষ দিনে রেকর্ড পর্যটকদের ভিড় জঙ্গলমহলে।
যার ফলে পর্যটন ব্যবসা আরো চাঙ্গা হবে ঝাড়গ্রাম জেলায় বলে মনে করছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার বছরের শেষ দিন ঝাড়গ্রামে দূর দুরান্ত থেকে আসা পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ঝাড়গ্রাম এর পর্যটন কেন্দ্রগুলিতে আসা পর্যটকরা মঙ্গলবার বনভোজনে মেতে উঠে। যার ফলে উৎসবের মেজাজে মেতে উঠেছে গোটা জঙ্গলমহল।
মঙ্গলবার এর পাশাপাশি বুধবার নববর্ষের দিনও প্রচুর পর্যটক ঝাড়গ্রামে বেড়াতে আসবেন বলে আসা করছেন ঝাড়গ্রাম জেলা প্রশাসনের আধিকারিকরা। তাই ঝাড়গ্রাম জেলার পর্যটনকেন্দ্র গুলিতে অপ্রীতিকর ঘটনা রুখতে ঝাড়গ্রাম জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পর্যটন কেন্দ্রগুলিতে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।