সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
গুলেন বারি সিনড্রোমে আক্রান্তের ফের মৃত্যু বাংলায়। আমডাঙার পর এবার জগদ্দল। জটিল স্নায়ু রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বছর ১০-এর দেব কুমার সাউয়ের। জানা গিয়েছে মৃত কিশোরের বাড়ি উত্তর ২৪ পরগনার জগদ্দলে। স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে বিসি রায় হাসপাতালে আরো দুই শিশুও চিকিৎসাধীন এই সিনড্রোম নিয়ে।
আতঙ্ক বাড়াচ্ছে গুলেন বারি সিনড্রোম (Guillain-Barre syndrome। কলকাতার NRS হাসপাতালে চিকিৎসাধীন এক কিশোরের মৃত্যুর পর এবার আরো এক কিশোরের মৃত্যু হল গুলেন বারি সিনড্রোমে আক্রান্ত হয়ে।
চিকিৎসকদের একাংশের বক্তব্য, এখনই এই রোগ নিয়ে প্রবল উদ্বেগের কোনও কারণ নেই। তবে তাদের এই আশ্বাসেও বিশেষ কাজ হচ্ছে না।
বিশেষ করে বাংলায় দুই কিশোরের পরপর মৃত্যুর জেরে বাড়ছে আতঙ্ক। ইতিমধ্যেই মহারাষ্ট্রের পুনেতে এই রোগে আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়ে গিয়েছে। একজনের মৃত্যুরও খবর মিলেছে।