সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।
আগামী ১৭ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে রামকৃষ্ণ মিশন মেলা। সেই উপলক্ষে সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাজপুর সোনারপুর পৌরসভার সংশ্লিষ্ট ওয়ার্ড গুলির সেল্ফ হেল্প গ্রুপের সদস্যাদের নিয়ে প্রস্তুতি বৈঠক করলেন সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসি বেগম ও রাজপুর সোনারপুর পৌরসভার কাউন্সিলর সোনালী রায়।
মেলায় স্টল দেওয়ার আবেদন যাঁরা করেছিলেন তাঁদের নিয়েই মূলত এই বৈঠক, অর্থাৎ সিলেকশন মিটিং।
কাউন্সিলর সোনালী রায় জানান, “এই মেলায় মূলত হস্তশিল্প সামগ্রী উপর এই জোর দেওয়া হয়। সকলে জাঙ্ক জুয়েলারি, কস্টিউমড জুয়েলারি, হাতে তৈরি বড়ি- আচার-পাঁপড়,উল কিংবা পাটের ব্যাগ, বিভিন্ন রকমের ঘর সাজানোর জিনিস,ওয়াল হ্যাঙ্গিং নানা রকমের শোপিস ইত্যাদি নিয়ে হাজির হয়েছিলেন জয় হিন্দ অডিটরিয়ামের কনফারেন্স হলে। সকলের প্রোডাক্ট দেখে শুনে তাঁদের সকলকেই সুযোগ দেওয়া হল।”
উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রীমতি ফিরদৌসী বেগম মহাশয়া। ছিলেন সিও-রা এবং ডিপার্টমেন্ট এর ম্যানেজার শ্রী অরিজিৎ বসু।
প্রসঙ্গত, রাজ্যের মহিলাদের স্বনির্ভরতার উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য প্রচুর সংখ্যায় স্বনির্ভর গোষ্ঠী তৈরির পাশাপাশি তাদের সহজে এবং সুলভে ঋণ প্রদান করারও ব্যবস্থা করছে রাজ্য। মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী তৈরির নিরিখে অন্যান্য রাজ্যের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে বাংলা।
স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত অনেক মহিলা এক বছরে লক্ষাধিক টাকার বেশি উপার্জন করেছেন। কেন্দ্রীয় সরকারের একটি সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে। ‘লাখপতি দিদি’র তথ্য পঞ্জি তৈরি করতে গিয়ে এই সমীক্ষা করেছিল কেন্দ্র। তাতে দেখা যাচ্ছে, ব্যাপক সাফল্য পেয়েছে বাংলা। রাজ্যে মহিলার সংখ্যা ছাড়িয়েছে ৫ লক্ষের বেশি যারা লক্ষাধিক টাকার বেশি আয় করছেন।