সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।
ডেস্টিনেশন বেঙ্গল। বাংলায় ফের বিপুল বিনিয়োগ।
এবার নিফা গ্রুপের হাত ধরে বাংলায় আসছে প্রায় ১৮০ কোটি টাকার বিনিয়োগ।
ইঞ্জিনিয়ারিং এবং ম্যানুফ্যাকচারিং ফর্ম নিফা গ্রুপ হুগলি ডানকুনি এবং চন্দননগরে দুটি গ্রিনফিল্ড ইউনিট তৈরির পাশাপাশি ডায়মন্ড হারবারের ফল তাই একটি ব্রাউনফিল্ড কারখানা সম্প্রসারণ এর সিদ্ধান্ত গ্রহণ করেছে।
নিফা গ্রুপ মূলত কৃষি ক্ষেত্রে রেলওয়ে নির্মাণ ক্ষেত্র খনি এবং বড় কারখানার ইলেকট্রিক্যাল সুইচ গিয়ারের মত বিভিন্ন ক্ষেত্রে কাজ করে থাকে।
The company caters to different sectors such as Agriculture, Railway, Construction, Mining & Electrical Switchgears.
কলকাতার সংস্থা নেভার গ্রুপ তাদের ৬৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী দু বছরের মধ্যে 180 কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা প্রকাশ করে।
The Nipha Group, a city-based engineering and manufacturing firm, on Saturday unveiled an investment strategy on its 65th anniversary, allocating Rs 180 crore for India operations over the next two years.
যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংস্থাকে অধিক রোহন করার পরিকল্পনাও রয়েছে কলকাতার নিপা গ্রুপের।
নিভা গ্রুপের চেয়ারম্যান এমসি শাহ বলেন, “বংশানুক্রমিকভাবেই কলকাতায় আমাদের পূর্বপুরুষরা যে ব্যবসা শুরু করেছিলেন তার জন্য কলকাতা তথা বাংলার প্রতি আমাদের পারিবারিক একটা দায়বদ্ধতা রয়েছে। আর সেই দায়বদ্ধতা থেকে ডানকুনি এবং চন্দননগরে দুটি গ্রীনফিল্ড প্রজেক্ট তৈরির পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার ফলতায় নতুন বিনিয়োগের পাশাপাশি বিপুল সংখ্যক কর্মসংস্থানের জন্য উদ্যোগ গ্রহণ করেছি আমরা। বর্তমানে বাংলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা সাতটি ইউনিটে ২০০০ এর বেশি কর্মী রয়েছে নিফা গ্রুপের। ”
প্রসঙ্গত বিশ্বের অন্তত ৩০ টি দেশে রপ্তানি বাণিজ্যের সঙ্গে যুক্ত কলকাতার নিফা গ্রুপ।
সংস্থার প্রাক্তন চেয়ারম্যান প্রয়াত শিল্পপতি জিডি শাহের সম্মানে গৃহস্থ ঋষি নামে একটি জীবনী প্রকাশের পাশাপাশি কলকাতায় সংগীত মুখর একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল নিফা গ্রুপ।
যেখানে সরোদ বাজিয়ে শোনান ওস্তাদ আমজাদ আলী খান।