সুমন তরফদার। কলকাতা সারাদিন।
পাখির চোখ আগামী বছর বিধানসভা নির্বাচন। আর সেই কারণেই এখন থেকেই আঁটঘাট বেঁধে নামতে চাইছে রাজ্য সরকার। আগামী ১০ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হচ্ছে। বাজেট পেশ করা হবে আগামী ১২ ফেব্রুয়ারি। আগামী বছর রাজ্য বিধানসভা ভোট।
ফের বিধায়কদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা অধিবেশনের শুরুতেই বৈঠক করবেন তিনি। আগামী ১০ তারিখ কাউন্সিল চেম্বারে হবে বৈঠক। সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন বৈঠকে। ওই দিনই বিধানসভা অধিবেশন বসবে। বিধানসভা অধিবেশনের শুরুতেই বৈঠক করবেন তিনি।
এই বাজেট অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় মেয়াদের সরকারের এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। তাই এই বাজেট শাসক দল তৃণমূল সরকারের কাছে যেমন গুরুত্বপূর্ণ তেমনই সাধারণ মানুষের কাছেও প্রত্যাশার। আগামী বছর ভোটের জন্য রাজ্য সরকার ভোট অন অ্যাকাউন্ট পেশ করবে। যাইহোক এবার বাজেটে শাসকদলের বিধায়কদের ভূমিকা কেমন হবে তার ওপর জোর দিতেই রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটের আগেই পরিষদীয় দলের বৈঠক ডেকেছেন। তেমনই মনে করছে তৃণমূল কংগ্রেসের একাংশ।
প্রসঙ্গত বিধানসভা শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করা হয়েছে। হুমায়ুন কবীরকে আগের অধিবেশনের সময়ে শো-কজ করা হয়েছিল। এবার শো-কজ করা হয়েছে বিধায়ক নারায়ণ গোস্বামীকে। এবার বিধানসভা অধিবেশনের শুরুতেই চড়া সুর বেঁধে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তাই এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্রের খবর, আগামী মাসের শেষে একটা সাংগঠনিক বৈঠক হতে পারে। তার আগে এই বিধায়ক বৈঠকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানান হতে পারে। পাশাপাশি জানানো হতে পারে বিধায়কদের আচরণ নিয়েও।
১০ ফেব্রুয়ারি বিধানসভায় নৌশার আলি কক্ষে হবে এই সভা। তৃণমূলের সব বিধায়ককে ওই বৈঠকে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীও। সূত্রের খবর বাজেট অধিবেশনে ঘোষিত প্রকল্পগুলি নিয়ে কীভাবে বিধানসভা নির্বাচনের আগে এগিয়ে যাওয়া যায় তাই ঠিক করার জন্য এই পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়েছে। পাশাপাশি বাজটে অধিবেশনের শুরুতেই দলের বিধায়কদের আরও একবার শৃঙ্খলা নিয়ে সতর্ক করতে পরেন মমতা। কারণ বর্তমানে তৃণমূল কংগ্রেস শৃঙ্খলা নিয়ে রীতিমত জোর দিচ্ছে।