বৃষ্টি বন্ধ হয়ে গেছে তবুও তেমন ভাবে জল কমলো না ঘাটালে। জল কমতে শুরু করলেও প্লাবিত ঘাটালের বেশকিছু এলাকায় দেখা দিয়েছে পানীয় জলের চরম সংকট। বৃহস্পতিবার থেকে কমতে শুরু করেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বন্যার জল, জল কমলেও সমস্যা কমছে না ঘাটালবাসীর। রাজ্য সড়ক থেকে শুরু করে জলে ডুবে রয়েছে বিঘার পর বিঘা কৃষি জমি। ঘাটালের একাধিক এলাকায় বন্যার জলে ডুবে রয়েছে পাকা বাড়ির একতলা, ছাদের উপর ঝুঁকিপূর্ণভাবে ত্রিপল টাঙিয়ে চলছে বসবাস। ইলেকট্রিক না থাকার কারণে দেখা দিয়েছে পানীয় জলের চরম সংকট, দূর থেকে নৌকা ও ডিঙ্গি চড়ে জলে এনে ব্যবহার করতে হচ্ছে তাদের। ঘাটালের রথীপুর এলাকায় বন্যার জলে ডুবে থাকা রাজ্য সড়ক এর উপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে যানবাহন থেকে শুরু করে মানুষজন। সব মিলিয়ে বন্যার জল কমতে শুরু করলেও সমস্যা কমছে না ঘাটালবাসীর। আরো কয়েকদিন গেলে হয়তো কিছুটা স্বস্তি মিলবে ঘাটাল বাসির। তবে পুজোর আগে বড় দুশ্চিন্তায় ঘাটাল, দাসপুর ও কেশপুরের বেশ কিছু অঞ্চলের মানুষজন।