শোভন গায়েন। কলকাতা সারাদিন।
“শুধু কী ট্যাব না কী? কোথায় চুরি হচ্ছে না বলুন?” বাংলায় ট্যাব কেলেঙ্কারির প্রসঙ্গে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তার সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে শুভেন্দু অধিকারী বলেন, “মাইনরিটি স্কলারশিপের টাকার দুর্নীতি। রূপশ্রীতে কার্ড ছাপিয়ে টাকা নিয়ে চলে যাচ্ছে। মরেনি সমব্যথীর টাকা নিয়ে চলে যাচ্ছে। একটা প্রকল্প পাবেন না, যেখানে দুর্নীতি, চিটিংবাজি হচ্ছে না। আর অফিসাররা এর সঙ্গে যুক্ত। ঝাড়ার প্রতিযোগিতা হচ্ছে।”
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা অংশের মানুষের সমর্থন নেই। মহিলারা যে ভোটটা দিত, আরজি কর কাণ্ডের পরে তারা ভোট দেয় না। সংখ্যালঘু মুসলিমদের ভুল বুঝিয়ে রাখা হয়েছে। শিক্ষিত মুসলিমরা চাইলেও বেরিয়ে আসতে পারছেন না। কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী।
নন্দীগ্রাম বিধানসভার সমবায় সমিতি গুলো নিয়ে সমবায় সপ্তাহ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হল নন্দীগ্রামের রতনপুর বাসস্ট্যান্ডে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানের শুভ সূচনা করে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “সমবায় তৃণমূল বোঝে না। বামফ্রন্টের শরিক ফরওয়ার্ড ব্লক সমবায় বুঝত। বাম আমলে সমবায় মন্ত্রী ছিলেন ফরওয়ার্ড ব্লক নেতা সরল দেব, রবীন্দ্রনাথ ঘোষ। শুধু সমবায় ব্যাঙ্ক নয়। রাজ্যে কোথাও তৃণমূল ভোট করে না। আর ভোট করলে লুট করে। তাদের বিশেষ ধরনের কিছু লোক আছে। তাদের সঙ্গে আবার পুলিশ থাকে।”
অর্জুন সিংকে জেরা করছে সিআইডি। সেই বিষয়েও খোঁচা দিয়েছেন শুভেন্দু। “সুপ্রিম কোর্টের প্রটেকশন আছে। হাইকোর্টও বলে দিয়েছে ডেট নিতে ডাকবেন। চার ঘণ্টার বেশি ডাকবেন না। ডাকলে কী ক্ষতি হয়েছে? ষড়যন্ত্রের রাজনীতি।”