বিতস্তা সেন। কলকাতা সারাদিন।
ভিডিওতে দেখা যাচ্ছে, এক নারী তার স্বামীকে বিছানায় শুইয়ে দোপাট্টা দিয়ে হাত-পা বেঁধে রেখেছেন এবং সিগারেট দিয়ে তার শরীরে অত্যাচার চালাচ্ছেন। এই ভিডিও দেখে অনেকেই স্তম্ভিত।
উত্তর প্রদেশের বিজনোরে ঘটে যাওয়া এই নির্মম ঘটনার ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
পীড়িত স্বামীর নাম মন্নান জায়েদি, যিনি অভিযোগ করেছেন যে তার স্ত্রী, মেহেরজাহান, তাকে বিয়ার, বিরিয়ানি এবং অন্যান্য মাদকদ্রব্য খাওয়াতে না পারার কারণে এই অত্যাচার করেছেন। মন্নান জানিয়েছেন, প্রেমিকা থেকে স্ত্রী হওয়া মেহেরজাহান প্রায়ই মাদকাসক্ত অবস্থায় তার উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালাতেন। ঘটনাটি চার মাস আগে তাদের বিবাহের পরে ঘটে, যখন মেহেরজাহান স্বামীকে বেঁধে রেখে সিগারেট দিয়ে তার শরীর দাগতে থাকেন। এমনকি তার গোপনাঙ্গেও আঘাত করেন।
গোপনে ক্যামেরায় বন্দী হয়েছিল এই নির্মমতা
মন্নান বেশ কিছুদিন ধরেই এই অত্যাচারের শিকার হলেও, ঘটনাটি পুলিশে জানানোর আগে তিনি গোপনে একটি ক্যামেরা সেট করেছিলেন। সেই রাতের ভিডিওতে দেখা গেছে, মেহেরজাহান স্বামীর পায়জামা খুলে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় রেখে সিগারেট দিয়ে তার শরীর পোড়াচ্ছেন। মন্নান চিৎকার করলেও, তার স্ত্রীর মধ্যে কোনও অনুশোচনা দেখা যায়নি।
বর্তমানে, মন্নান জায়েদির অভিযোগের ভিত্তিতে মেহেরজাহানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যার চেষ্টা এবং শারীরিক নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।