পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের মুড়াকাটা কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫০ টি আসনে জয়ী তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। বুধবার ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। ওই কৃষি উন্নয়ন সমবায় সমিতির ৭ টি জোন আছে।
জোন – এ তে ৭ টি আসন , জোন -বি তে ৬ টি আসন , জোন সি তে ৮ টি আসন , জোন ডি তে ৬ টি , জোন ই তে ১২ টি , জোন এফ এ ৬ টি জোন জি তে ৫ টি আসন রয়েছে।
মেদিনীপুর সদর ব্লকের মধ্যে এই মুড়াকাটা কৃষি উন্নয়ন সমবায় সমিতিটি পড়ে। বুধবার জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মেদিনীপুর এর বিধায়ক সুজয় হাজরা জানান , বিজেপি একটিও আসনে মনোনয়ন পত্র জমা দিতে পারে নি।
যার ফলে তৃণমূল কংগ্রেস সমর্থিত ৫০ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছে।এই নিয়ে টানা ৭ বার এই কৃষি উন্নয়ন সমবায় সমিতি তৃণমূল কংগ্রেসের দখলে থাকলো। জন্য সেখানকার সর্ব স্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীদের তিনি ধন্যবাদ জানান। মেদিনীপুর সদর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম দত্ত , দিলীপ দে এর নেতৃত্বে নির্বাচন। প্রক্রিয়া সম্পন্ন হয়।