সুমন তরফদার। কলকাতা সারাদিন।
লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক বক্তব্য রেখে কলকাতায় ফিরলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দমদম নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর বিমান অবতরণ করে। দীর্ঘ সফর শেষে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে সেখানে হাজির হয়েছিলেন অসংখ্য দলীয় কর্মী ও সমর্থক।
এদিন বিমানবন্দরের বাইরে দলীয় পতাকা হাতে তৃণমূল সমর্থকরা জড়ো হন। মুহূর্তেই শ্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ- “মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ!” মুখ্যমন্ত্রীও কর্মীদের উচ্ছ্বাসের জবাবে হাত নেড়ে শুভেচ্ছা গ্রহণ করেন এবং দ্রুত গাড়িতে উঠে নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন।
প্রসঙ্গত, গত শনিবার সন্ধে নাগাদ দুবাই হয়ে লন্ডন রওনা দেন বাংলার মুখ্যমন্ত্রী। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজের আমন্ত্রণেই সেখানে যান মমতা বন্দ্যোপাধ্যায়। গত রবিবার সেখানে পৌঁছন তিনি। ছিলেন বাকিংহাম প্যালেসের কাছে একটি হোটেলে। তবে শুধু কেলগ কলেজে বক্তৃতা নয়। যোগ দিয়েছিলেন বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে। সেখানে উপস্থিত ছিলেন তাবড়-তাবড় শিল্পপতিরা। মুখ্যমন্ত্রী নিজের বক্তৃতায় বাংলায় লগ্নি টানার চেষ্টা করেছিলেন। বুঝিয়েছিলেন কেন শিল্প তৈরির আদর্শ জায়গা এই বাংলা।

শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী কলকাতা থেকে লন্ডনে সরাসরি যাতে বিমান চলাচল করে সেই অনুরোধ করেন ভারতীয় দূতাবাসের কাছে। হাই কমিশনার দোরাইস্বামীকে বলেছিলেন এতে যোগাযোগের সুবিধা হবে। এরপর বৃহস্পতিবার অক্সফোর্ডের কেলগ কলেজের আমন্ত্রণে ‘সামাজিক উন্নয়ন’ বিষয় নিয়ে বক্তৃতা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা তুলে ধরেন তিনি।