ব্রেকিং
  • Home /
  • কলকাতা /
  • Sonarpur Dakshin blood donation camp : সোনারপুর দক্ষিণে রক্তদান শিবির: মানবতার ছোঁয়ায় ভরপুর এক বর্ষার দিন

Sonarpur Dakshin blood donation camp : সোনারপুর দক্ষিণে রক্তদান শিবির: মানবতার ছোঁয়ায় ভরপুর এক বর্ষার দিন

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। “রক্তদান শ্রেষ্ঠ দান”—এই বার্তাকে সামনে রেখে আজ সোনারপুর দক্ষিণ বিধানসভার উদ্যোগে অনুষ্ঠিত হল এক সফল রক্তদান শিবির। বর্ষার ধারা ও ছুটির দিন উপেক্ষা করেও সাধারণ মানুষ যেভাবে অংশগ্রহণ করেছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। এই রক্তদান শিবিরে....

Sonarpur Dakshin blood donation camp : সোনারপুর দক্ষিণে রক্তদান শিবির: মানবতার ছোঁয়ায় ভরপুর এক বর্ষার দিন

  • Home /
  • কলকাতা /
  • Sonarpur Dakshin blood donation camp : সোনারপুর দক্ষিণে রক্তদান শিবির: মানবতার ছোঁয়ায় ভরপুর এক বর্ষার দিন

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। “রক্তদান শ্রেষ্ঠ দান”—এই বার্তাকে সামনে রেখে আজ সোনারপুর দক্ষিণ বিধানসভার উদ্যোগে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।

“রক্তদান শ্রেষ্ঠ দান”—এই বার্তাকে সামনে রেখে আজ সোনারপুর দক্ষিণ বিধানসভার উদ্যোগে অনুষ্ঠিত হল এক সফল রক্তদান শিবির। বর্ষার ধারা ও ছুটির দিন উপেক্ষা করেও সাধারণ মানুষ যেভাবে অংশগ্রহণ করেছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।

এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক মাননীয়া লাভলী মৈত্র, যিনি মানবিক উদ্যোগে যুক্ত থাকতে পেরে নিজের আবেগের কথাও জানান। এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত হিসেবে ছিলেন সমাজসেবিকা ফিরদৌসী বেগম এবং অভিনেত্রী ও রাজনৈতিক কর্মী সায়নী ঘোষ। তাঁদের উপস্থিতি রক্তদাতাদের মধ্যে আলাদা উৎসাহ জুগিয়েছে।

রক্তদান: শুধু এক ফোঁটা রক্ত নয়, এক জীবনের আশা

রক্তের প্রয়োজনে বহু মানুষ হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরে বেড়ান। সেই চাহিদা মেটানোর জন্য Sonarpur Dakshin blood donation camp ছিল আজকের দিনে একটি সময়োপযোগী পদক্ষেপ। অনেকেই বলছেন, এই ধরনের উদ্যোগে মানুষ নিজে থেকেই এগিয়ে আসে, যদি তার সঠিক মঞ্চ দেওয়া হয়।

আজকের রক্তদান শিবিরে বিপুল সংখ্যক যুবক, মহিলা এবং প্রবীণ নাগরিক স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। তারা সকলেই একটি কথা বারবার বলছেন—”আমরা যদি একটি প্রাণ রক্ষা করতে পারি, তাহলে তার চেয়ে বড় কিছু হতে পারে না।”

মানবিক বন্ধন ও সামাজিক দায়বদ্ধতা

এই শিবির শুধুমাত্র রক্ত সংগ্রহের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এর মাধ্যমে সমাজে এক গুরুত্বপূর্ণ বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে—মানবতা এখনও জীবিত। একজন অচেনা মানুষকে সাহায্য করতে এগিয়ে আসা, এটাই প্রকৃত নাগরিকত্বের পরিচয়।

মাননীয়া লাভলী মৈত্র তাঁর ভাষণে বলেন, “এই ধরনের উদ্যোগ শুধু শারীরিক রক্তদান নয়, এটি আমাদের মধ্যে এক মানসিক সংযোগের সৃষ্টি করে। আগামী দিনেও এই রকম সামাজিক কাজের সঙ্গে আমি সবসময় থাকব।”

আরও অনেকের জন্য অনুপ্রেরণা

এই রক্তদান শিবির থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তা ছড়িয়ে পড়েছে—যদি আমরা সকলে একসাথে এগিয়ে আসি, তাহলে সমাজে কোনো অভাব থাকতে পারে না। Sonarpur Dakshin Vidhan Sabha ভবিষ্যতে আরও এই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচির পরিকল্পনা করছে।

আজকের খবর