ব্রেকিং
  • Home /
  • বিজনেস /
  • SIP Rules Change : মাসে ২৫০ টাকা দিয়েও করা যাবে SIP, নতুন বিনিয়োগের ঘোষণা সেবি-র

SIP Rules Change : মাসে ২৫০ টাকা দিয়েও করা যাবে SIP, নতুন বিনিয়োগের ঘোষণা সেবি-র

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। বাজার নিয়ন্ত্রক সেবির চেয়ারপার্সন মাধবী পুরি বুচ প্রতি মাসে ২৫০ টাকার SIP চালু করা উদ্যোগ নিয়ে খুবই উৎসাহী। তিনি জানিয়েছেন, কিছুদিনের মধ্যেই বাজারে এই এসআইপির সুবিধে চালু হয়ে যাবে। বিনিয়োগের ক্ষেত্রে এই ২৫০ টাকার এসআইপির (SIP....

SIP Rules Change : মাসে ২৫০ টাকা দিয়েও করা যাবে SIP, নতুন বিনিয়োগের ঘোষণা সেবি-র

  • Home /
  • বিজনেস /
  • SIP Rules Change : মাসে ২৫০ টাকা দিয়েও করা যাবে SIP, নতুন বিনিয়োগের ঘোষণা সেবি-র

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। বাজার নিয়ন্ত্রক সেবির চেয়ারপার্সন মাধবী পুরি বুচ প্রতি মাসে ২৫০ টাকার SIP....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

বাজার নিয়ন্ত্রক সেবির চেয়ারপার্সন মাধবী পুরি বুচ প্রতি মাসে ২৫০ টাকার SIP চালু করা উদ্যোগ নিয়ে খুবই উৎসাহী। তিনি জানিয়েছেন, কিছুদিনের মধ্যেই বাজারে এই এসআইপির সুবিধে চালু হয়ে যাবে। বিনিয়োগের ক্ষেত্রে এই ২৫০ টাকার এসআইপির (SIP Rule) সুবিধে সমাজের সর্বস্তরের মানুষকে সংযুক্ত করতে পারবে বলেই আশ্বাস দিয়েছেন মাধবী পুরি বুচ।

এই নতুন এসআইপি চালু করার জন্য মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিরও (SEBI Update) অনেক উৎসাহ রয়েছে। স্টারবাকসের একটা কফিও ২৫০ টাকার কম দাম। ফলে এক কাপ কফির দামেই করা যাবে বিনিয়োগ। কোটি কোটি মানুষ এভাবে এসআইপি করতে পারবেন এবং বাজারের মুনাফা নিতে পারবেন।

২৫০ টাকার এসআইপি কীভাবে চালানো হবে

সিআইআই-এর একটি অনুষ্ঠানে সেবির মুখ্য মাধবী পুরি বুচ জানান শুধুমাত্র কম মূল্যের বিনিয়োগের কারণে এই ২৫০ টাকার এসআইপি নিয়ে আসার কথা ভাবা হয়নি, বরং প্রযুক্তির সহায়তায় সেবি চায় বহু মানুষকে কম খরচে বাজারে বিনিয়োগের সুবিধে দিতে। এই পরীক্ষা-নিরীক্ষাকে সফল করে তুলতে গেলে এই সেক্টরের সমস্ত স্টেক হোল্ডারদের সহযোগিতা প্রয়োজন। অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া (AMFI)-কে এই দায়িত্ব নিতে হবে বলে জানিয়েছেন তিনি।

এটি শুরু করা যেতেই পারে, কিন্তু এই প্রকল্প দীর্ঘমেয়াদী ভাবে চালানোর উপর জোর দিতে হবে বলে জানান সেবির চেয়ারপার্সন।

আদিত্য বিড়লা সান লাইফ নেতৃত্ব দেবে

একটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে যে ২৫০ টাকার সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান চালু করার ক্ষেত্রে আদিত্য বিড়লা সান লাইফ মিউচুয়াল ফান্ড নেতৃত্ব দেবে বলে জানা গিয়েছে। যদি এই উদ্যোগ সফল হয়, সেক্ষেত্রে যে কোনও মিউচুয়াল ফান্ড হাউজ এই পদক্ষেপ করতে পারে। তবে এই তথ্য আগামীতে স্থির সিদ্ধান্তে জানানো হবে বলেই জানা গিয়েছে। মাধবী পুরি বুচ জানিয়েছেন পুরো বিশ্ব চমকে যাবে এই ৩ ডলারের SIP সিস্টেম দেখে।

ভারতের স্টক মার্কেটে প্রযুক্তির বড় ভূমিকা

সেবির চেয়ারপার্সন ভবিষ্যতের বাজারের ইকোসিস্টেম নিয়ে আলোচনাও করেছেন। তিনি জানিয়েছেন এর পরের পর্ব অনেক বেশি বিস্তৃত হবে এবং অনেক জটিলও হতে চলেছে। প্রযুক্তি এক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করবে। প্রযুক্তির দিক থেকে ভারত অন্যান্য অনেক দেশের থেকেই এগিয়ে রয়েছে। বিশ্বের সেরা প্রযুক্তির সহায়তায় ভারতের শেয়ার বাজারকে সুরক্ষিত রাখা হয়েছে।

আজকের খবর