ব্রেকিং
  • Home /
  • চাকরি /
  • SC on Upper Primary Recruitment: উচ্চ প্রাথমিকে ১৪ হাজার পদে হাইকোর্টের সিদ্ধান্ত বহাল রাখল সুপ্রিম কোর্ট

SC on Upper Primary Recruitment: উচ্চ প্রাথমিকে ১৪ হাজার পদে হাইকোর্টের সিদ্ধান্ত বহাল রাখল সুপ্রিম কোর্ট

সুমন তরফদার। কলকাতা সারাদিন। উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের জন্য বড়সড় সুখবর দুর্গাপুজোর ঠিক আগেই। রাজ্যে উচ্চ প্রাথমিকে ১৪ হাজার হাজার পদে নিয়োগের রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট।মঙ্গলবার, এই মামলার শুনানি শুরু হলে সেই রায় বজায় রাখল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান....

SC on Upper Primary Recruitment: উচ্চ প্রাথমিকে ১৪ হাজার পদে হাইকোর্টের সিদ্ধান্ত বহাল রাখল সুপ্রিম কোর্ট

  • Home /
  • চাকরি /
  • SC on Upper Primary Recruitment: উচ্চ প্রাথমিকে ১৪ হাজার পদে হাইকোর্টের সিদ্ধান্ত বহাল রাখল সুপ্রিম কোর্ট

সুমন তরফদার। কলকাতা সারাদিন। উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের জন্য বড়সড় সুখবর দুর্গাপুজোর ঠিক আগেই। রাজ্যে উচ্চ....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের জন্য বড়সড় সুখবর দুর্গাপুজোর ঠিক আগেই।  রাজ্যে উচ্চ প্রাথমিকে ১৪ হাজার হাজার পদে নিয়োগের রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট।মঙ্গলবার, এই মামলার শুনানি শুরু হলে সেই রায় বজায় রাখল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চের তরখে জানানো হয়, হাইকোর্টের নিয়োগ নির্দেশে এখনই হস্তক্ষেপ করছে না শীর্ষ আদালত।

এর আগে রাজ্যে উচ্চ প্রাথমিকে ১৮ হাজারেরো বেশি শূণ্যপদে নিয়োগের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। কিন্তু কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হন রাজীব ব্রহ্ম-সহ বেশ কয়েক জন চাকরিপ্রার্থী। আর এই কারণে ১৪ হাজার চাকরিপ্রার্থীদের নিয়োগ নিয়ে আবার জট তৈরি হয়। কিন্তু মঙ্গলবার এই নিয়ে শুনানি শুরু হলে প্রধানমন্ত্রীর বেঞ্চ জানিয়ে দেয়, এই মামলায় নতুনদের আবেদন শোনা হবে না। হাইকোর্টে যারা মামলা করেছিলেন তাদের বক্তব্য শুনবে উচ্চ আদালত।

উল্লেখ্য, গত ২৮ অগস্ট কলকাতা হাইকোর্টে উচ্চ প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলায় বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ চূড়ান্ত রায় দান করেন । এবং সেখানে বলা হয় উচ্চ প্রাথমিকে নতুন করে মেধাতালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে। এই সেই মেধাতালিকার ভিত্তিতে কাউন্সেলিং করে চাকরিতে নিয়োগ করতে হবে।

কলকাতা হাইকোর্টের এই রায় মেনে অবশেষে প্রায় ৮ বছর পর মোট ১৪ হাজার ৫২টি পদে নিয়োগ প্রক্রিয়া চালু করেছিল এসএসসি। কিন্তু এরই মধ্যে এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা শুরু হওয়ায় ফের থমকে যায় উচ্চ প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া।

আইনি জটে দীর্ঘ কয়েক বছর ধরে আটকে উচ্চ প্রাথমিকে নিয়োগ। এই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বেশ কয়কেটি অভিযোগ তুলে হাইকোর্ট মামলা হয়। কিন্তু কলকাতা হাইকোর্টের অলিন্দের ঘুরে বেড়ায় মামলাটি। নিয়োগ প্রক্রিয়ার ত্রুটি আর সেখান থেকেই আইনি জটে আরও জটিল হয়ে ওঠে এই উচ্চপ্রাথমিক নিয়োগ প্রক্রিয়া।

আজকের খবর